Bengal Business Excellence Awards 2025

বাংলার ব্যবসায়িক সাফল্যের এক জাঁকজমকপূর্ণ সন্ধ্যা— সফলভাবে অনুষ্ঠিত হল ‘বেঙ্গল বিজ়নেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’

‘বেঙ্গল বিজ়নেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’ এর মঞ্চ শুধু পুরস্কার প্রদানের ছিল না, এখানে সম্মানিত করা হয়েছে সেই মানুষদের, যারা কঠোর পরিশ্রম, নতুন ভাবনা এবং নিরলস প্রয়াসে বদলে দিচ্ছেন বাংলার অর্থনৈতিক ভবিষ্যৎ।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১১:১৯
Share:

‘বেঙ্গল বিজ়নেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠানের একটি সুন্দর মুহূর্ত।

নতুন দিগন্তের উন্মোচন, সাফল্যের অসাধারণ যাত্রার উদ্‌যাপন— এই প্রতিশ্রুতিতেই অনুষ্ঠিত হল ‘বেঙ্গল বিজ়নেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’। বাংলার বাণিজ্য ও শিল্প জগতের শীর্ষ প্রতিনিধিদের একত্রিত করে এই অনুষ্ঠান তুলে ধরল রাজ্যের ব্যবসায়িক পরিশ্রম, উদ্ভাবন এবং সাফল্যের অনবদ্য গল্প। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শীর্ষ ব্যবসায়ী থেকে শুরু করে সফল উদ্যোক্তা এবং নামী সংস্থাগুলিও।

‘বেঙ্গল বিজ়নেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’ এর মঞ্চ শুধু পুরস্কার প্রদানের ছিল না, এখানে সম্মানিত করা হয়েছে সেই মানুষদের, যারা কঠোর পরিশ্রম, নতুন ভাবনা এবং নিরলস প্রয়াসে বদলে দিচ্ছেন বাংলার অর্থনৈতিক ভবিষ্যৎ। ১৩ জুলাই, কলকাতার এক অভিজাত পাঁচতারা হোটেল ‘দ্য ওয়েস্টিন’-এ আয়োজিত হয়েছিল এই অনন্য সন্ধ্যা— ‘বেঙ্গল বিজ়নেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’। ব্যবসার প্রতিটি ক্ষেত্রের কৃতিত্বের স্বীকৃতির এই জাঁকজমকপূর্ণ রাত হয়ে রইল এক ইতিহাসের সাক্ষী।

এই অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন বাংলার সেরা ব্র্যান্ড এবং প্রভাবশালী উদ্যোক্তারা। ১০০-রও বেশি বিভাগে দেওয়া হল বিশেষ সম্মাননা— ক্ষুদ্র উদ্যোগ থেকে শুরু করে বৃহৎ কর্পোরেট সংস্থার প্রতিনিধিরা এই সম্মানের সাক্ষী হলেন। ম্যানুফ্যাকচারিং, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, খুচরো ব্যবসা, শিক্ষা, পর্যটন, ফ্যাশন, মিডিয়া সহ নানান ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি পেল বাংলার ব্যবসায়িক মহল। অনুষ্ঠানটির আয়োজন করেছিল ‘প্রেসটিজ়স্পিয়ার পিআর’ এবং নাম ভূমিকায় ছিল ‘স্পিনকেয়ার’।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি তিনি এই সন্ধ্যায় যোগ করেন বিশেষ উজ্জ্বলতা। পাশাপাশি, বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার পদে কর্মরত অনুপম হালদার। তাঁর উৎসাহব্যঞ্জক বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত বহু তরুণ উদ্যোক্তাকে অনুপ্রাণিত করে।

এই অনুষ্ঠান শুধু স্বীকৃতির সীমায় আবদ্ধ ছিল না— এটি ছিল নেটওয়ার্কিং, ব্র্যান্ড শক্তিশালীকরণ এবং ভবিষ্যতের অনুপ্রেরণার এক মঞ্চ। পুরস্কারপ্রাপ্ত সংস্থাগুলি পেয়েছেন প্রফেশনাল ফটো ও ভিডিও কভারেজ, মিডিয়া ও ডিজিটাল ফিচার, সোশ্যাল মিডিয়ায় প্রচার এবং ই-ম্যাগাজিনে বিশেষ স্থান— যা আগামী দিনে তাদের ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে।

‘বেঙ্গল বিজ়নেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এ যাঁরা সম্মানিত হয়েছেন—

সোমা গোহো - ‘প্রমিস সেন্টার ফর এডুকেশন’

চিকিৎসক অর্ণব বোস - ‘এএসকে ফাইন্যান্সিয়াল হাব’

অর্ঘ্য দত্ত - ‘দেসুন অ্যাকাডেমি’

শালিনী সেন - ‘কো-ক্রিয়েট নেটওয়ার্ক’

সুজয় দাস - ‘ওয়েলথ ওয়ারিয়র্স হাব’

নিধি গয়াল - ‘মম কেয়ার’

রাতুল ঘোষ - ‘সত্যনারায়ণ সুইটস্’

মীরা শতরূপা ভট্টাচার্য - ‘ট্যারোট উইথ মীরা’

নারায়ণ চুড়িওয়াল - ‘ধানভি সানশাইন ইন্ডিয়া এলএলপি’

শ্রাবন্তী মজুমদার - ‘শ্রাবন্তী জেসড ফ্যামিলি সেলুন ও অ্যাকাডেমি’

চিকিৎসক আরিবা জাওয়াদ - ‘ডঃ আরিবার এসথেটিক স্কিন ক্লিনিক’

সুহেল আহমেদ - ‘সানবার্ড সুপার এনার্জি প্রাইভেট লিমিটেড’

দেবরাজ দে - ‘শোভনা হসপিটালিটি ও রেস্টুরেন্ট এলএলপি’

শেখ নূর আমিন - ‘নূর ইন্টেরিয়র’

অভিষেক হাতি - ‘হাতিস ফার্মাসিউটিক্যালস্ প্রাইভেট লিমিটেড’

পৌলমী গুপ্ত পত্রনবিশ - ‘দ্য জঙ্গলবুক রিসোর্ট’, আলিপুরদুয়ার

রাজীব বন্দোপাধ্যায় - ‘ডেলোস্টাইল স্টুডিয়ো প্রাইভেট লিমিটেড’

শামীনা বেগম - ‘স্পিনকেয়ার লন্ড্রি ও ড্রাই ক্লিনিং’

সানি খান্ডেলওয়াল - ‘দ্য কসমস্’

ইভেন্টমাস

স্বারা

তাসলিম আলি - ‘ইউনিজো টেকনোলজিস’

চিকিৎসক দীপঙ্কর পোদ্দার - ‘ডঃ পোদ্দার’স এসথেটিক ক্লিনিক’

পাপিয়া চট্টোপাধ্যায় - ‘ক্লিক২পেস্.কম’

চিকিৎসক মনীশ দে - ‘এমডি এন্টারটেইনমেন্ট ফ্যাশন’

তাহের শেখ - ‘নিউ আপনজন নার্সিং হোম’

সঞ্জীব আচার্য - ‘নীলজ্যোতি ট্রাভেল এজেন্সি’

তন্ময় দাড়ি - ‘মঙ্গলা স্টোন’

সায়ন্তন নন্দী - ‘কিচেন স্টোরি রেস্টুরেন্ট’

শেখ রবিয়াল আলি - ‘আরআরকে ম্যাট্রেস প্রাইভেট লিমিটেড’

অভিজিৎ কুমার দত্ত - ‘ক্লিন মেটস্’

দিলীপ কুমার সোনার - ‘পিএনডি ইন্টারন্যাশনাল মিডিয়া ও এনএসআই গ্রুপ’

শেখ আনিসুল হক - ‘রোকোকো ইন্টেরিয়র এবং মডুলার ফার্নিচার কোম্পানি’

রাখী ঝা - ‘নীলাম ক্রিয়েশন’

রোহিত গুপ্ত - ‘জো জো ইন্টারন্যাশনাল গ্রুপ’

পূর্ণেন্দু বিকাশ চৌধুরী - ‘চৌধুরী উদ্যোগ’

রাজীব দত্ত - ‘আরটি এভিয়েশন ও হসপিটালিটি ইনস্টিটিউট (ওপিসি) লিমিটেড’

প্রিয়াঙ্কা চক্রবর্তী - ‘ডিভাইন ব্লেসিংস প্রফেশনাল ট্যারোট কার্ড’

জয়জিৎ ঘোষ - ‘জেএইচআর ইন্ডিয়া স্টাফিং সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’

‘বেঙ্গল বিজ়নেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এর ডিজিটাল মিডিয়া পার্টনার ছিল আনন্দবাজার ডট কম। এই সন্ধ্যা শুধু পুরস্কার বিতরণের মধ্যে আটকে থাকেনি, হয়ে উঠেছে বাংলার ব্যবসায়িক পরিমণ্ডলের এক অনন্য স্মরণীয় অধ্যায়।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘গ্লোবমার্ট ট্রেডিং প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন