সুযোগ এয়ার ইন্ডিয়ায়

এয়ার ইন্ডিয়া সম্প্রতি দিল্লি থেকে সরাসরি সান ফ্রান্সিসকো-র উড়ান চালুর কথা ঘোষণা করেছে। ২ ডিসেম্বর থেকে সপ্তাহে তিন দিন এই উড়ান চালু হবে।

Advertisement
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৫ ০১:৫৬
Share:

এয়ার ইন্ডিয়া সম্প্রতি দিল্লি থেকে সরাসরি সান ফ্রান্সিসকো-র উড়ান চালুর কথা ঘোষণা করেছে। ২ ডিসেম্বর থেকে সপ্তাহে তিন দিন এই উড়ান চালু হবে। সংস্থা জানিয়েছে, এখন ওই উড়ানের প্রথম বা বিজনেস শ্রেণির টিকিট কাটলে তার সঙ্গে এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ উড়ানের একটি বিজনেস শ্রেণির টিকিট উপহার হিসেবে দেওয়া হবে। সেটি কোন রুটে, কবে, কে ব্যবহার করবেন তা ঠিক করবেন যাত্রীই। তবে, ওই টিকিটের সঙ্গে কর দিতে হবে। ২ ডিসেম্বর-৩১ জানুয়ারি পর্যন্ত যাত্রায় এই সুবিধা পাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement