বাধ্য হয়ে মানুষকে সঞ্চয় ভাঙাতে হচ্ছে। —প্রতীকী চিত্র।
‘অচ্ছে দিন আসেনি। এসেছে ধারের বোঝা’। এ কথা বলে মোদী সরকারের উদ্দেশে আক্রমণ শানাল কংগ্রেস।
মঙ্গলবার এক্স-এ সংবাদমাধ্যমের একটি রিপোর্ট তুলে ধরেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। যেখানে দাবি করা হয়েছে, টানা তিনটি অর্থবর্ষে ভারতে পরিবারগুলির সঞ্চয় কমেছে। এই রিপোর্টকে অস্ত্র করেই এ দিন কেন্দ্রকে নিশানা করেছেন রমেশ। হিন্দিতে লিখেছেন, ‘‘এ দেশে সাধারণ মানুষের সঞ্চয় কমছে। বাড়ছে ধার। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, এক দিকে জিনিসপত্রের দাম যেমন ঊর্ধ্বমুখী হয়েছে, তেমনই কমেছে রোজগার। ফলে বাধ্য হয়ে মানুষকে সঞ্চয় ভাঙাতে হচ্ছে। অথবা নিতে হচ্ছে ঋণ।’’ রমেশের ব্যাখ্যা, এই রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে, সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি উদ্বেগজনক। অথচ মোদী সরকার এ ব্যাপারে উদসীন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে