গত সপ্তাহে মার্কিন মুলুকে সুদ না-বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সে দেশের শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ। কিন্তু তার ঠিক এক সপ্তাহের মাথায় চলতি বছরেই সুদ বাড়ানোর ইঙ্গিত দিলেন ফেড চেয়ারপার্সন জেনেট ইয়ালেন। জানালেন, এ বছর সুদ বৃদ্ধির কথা মাথায় রেখেই এগোচ্ছেন তাঁরা। এর জেরে তিন দিনের উত্থানের পর শুক্রবার বিশ্ব বাজারে সোনার দর ফের পড়েছে। অথচ দিনের শুরুতে তা এক মাসে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছিল।