রাজকোষ ঘাটতি নিয়ে হুঁশিয়ারি

গয়াল সামনের বার ঘাটতির লক্ষ্যমাত্রাকে জাতীয় আয়ের ৩.৪ শতাংশে বাঁধলেও, সরকারের পক্ষে তা পূরণ করা কঠিন। কারণ, খরচ বৃদ্ধি ও কম রাজস্ব আদায়ের আশঙ্কা।

Advertisement

কলকাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৫৩
Share:

প্রতীকী ছবি।

চলতি অর্থবর্ষে রাজকোষ ঘাটতিকে ৩.৩ শতাংশের লক্ষ্যে বাঁধা যায়নি। বাজেটে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল তা সংশোধন করে নিয়ে গিয়েছেন ৩.৪ শতাংশে। এ বার আগামী আর্থিক বছরে (২০১৯-২০) ঘাটতির লক্ষ্য পূরণ নিয়েও সন্দেহ প্রকাশ করল আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডি’জ।

Advertisement

জানাল, গয়াল সামনের বার ঘাটতির লক্ষ্যমাত্রাকে জাতীয় আয়ের ৩.৪ শতাংশে বাঁধলেও, সরকারের পক্ষে তা পূরণ করা কঠিন। কারণ, খরচ বৃদ্ধি ও কম রাজস্ব আদায়ের আশঙ্কা।

আর্থিক শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত এফআরবিএম আইন অনুযায়ী আগামী বছর রাজকোষ ঘাটতি ৩.১ শতাংশে নামানোর কথা ছিল। কিন্তু সেই পথ থেকে সরে এসে গয়াল তা বেঁধেছেন ৩.৪ শতাংশে। কারণ হিসেবে তুলে ধরেছেন চাষিদের সাহায্যে তাঁদের ৭৫ হাজার কোটি খরচের যুক্তি। কিন্তু মুডি’জের আশঙ্কা, এই ৩.৪ শতাংশও চ্যালেঞ্জের মুখে ফেলবে সরকারকে। কারণ অন্তর্বর্তী বাজেটের ঘোষণা অনুযায়ী, ছোট চাষিদের আর্থিক সাহায্য বা মধ্যবিত্তদের কর রিবেটের মতো খাতে বাড়তি খরচ করতে হবে তাদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement