আইশ্যাডো পরার সহজ পন্থা। ছবি: সংগৃহীত।
দ্রুতগতির জীবনে সাজসজ্জার জন্য বরাদ্দ সময়ও কমে গিয়েছে। কর্মস্থলে যাওয়ার সময়ে যেমন তাড়া, অনুষ্ঠানে যাওয়ার আগেও তেমন অগাধ সময় নেই বললেই চলে। ফলে যত্নের চেয়ে চটজলদি সেজে নেওয়ার প্রবণতা বেড়েছে। চোখের মতো গুরুত্বপূর্ণ অংশেও উপরে-নীচে অথবা নীচে কিংবা উপরে কাজলের রেখা টেনে দিলেই কাজ শেষ। কিন্তু এখানেই বাদ পড়ে যাচ্ছে, চোখের সাজের অন্যতম প্রয়োজনীয় অংশ। তা হল, আইশ্যাডো। অন্তত এমনই মনে করেন, লুধিয়ানার রূপটানশিল্পী শ্রুতি অরোরা।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো করে শ্রুতি শিখিয়েছেন, কী ভাবে সহজে চোখের উপরে রঙের পরত তৈরি করতে হয়। আইশ্যাডোর গুরুত্বকে খাটো করার প্রবণতার সমালোচনা করে ভিডিয়ো করলেন শ্রুতি। একই সঙ্গে খুব সহজে আইশ্যাডো পরার কৌশল শেখালেন তিনি। যাতে চোখগুলি বড়, টানা টানা, উজ্জ্বল দেখায়।
আইশ্যাডো পরার কৌশল। ছবি: ইনস্টাগ্রামের ভিডিয়ো থেকে।
শিখে নিন শ্রুতি অরোরার আইশ্যাডো পরার কৌশল—
১. চোখের পাতার রেখা ঘেঁষে কাজল পরুন।
২. এর পর পেনসিল ব্রাশ নিয়ে নীচের দিকে টেনে টেনে স্মাজ করে দিন।
৩. তার পর ব্রাশে গাঢ় বাদামি আইশ্যাডো নিয়ে কাজলের উপরের রেখায় আলতো চাপ দিয়ে দিয়ে পরে নিন।
৪. এ বার একটি মোটা ব্রাশে হালকা বাদামি আইশ্যাডো মাখিয়ে উপরের দিকে টেনে টেনে স্মাজ করুন।
৫. দেখে মনে হবে, গাঢ় রং ধীরে উপরের দিকে উঠতে উঠতে হালকা হয়ে যাচ্ছে।
৬. গাঢ় বাদামি আইশ্যাডোটি নিয়ে সেটিই চোখের তলার রেখায় পরে নিন ব্রাশ দিয়ে।
৭. তার উপর দিয়ে ন্যুড কাজলের রেখা এঁকে নিন।