Gold and Silver Price

সোনার দাম বাড়ল প্রায় আড়াই হাজার, রুপো প্রায় পাঁচ হাজার! দু’লক্ষ পেরিয়ে গেল ‘সাদা ধাতু’র দাম

সংশ্লিষ্ট মহলের দাবি, আগেই মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে গিয়েছে সোনা-রুপো। বিয়ের গয়না কিনতে গিয়ে বিপাকে বহু মানুষ। তবে একাংশ সব কিছু বাদ দিয়ে সোনা কিনছেন লগ্নির লক্ষ্যে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৫
Share:

—প্রতীকী চিত্র।

লাগামছাড়া গতিতে ছুটছে সোনা-রুপোর দাম। শুক্রবার কলকাতায় খুচরো রুপোর কেজি এই প্রথম উঠল১,৯৪,২০০ টাকায়। জিএসটি ধরে পেরোল ২ লক্ষ টাকার মাইলফলক। ১০ গ্রাম খুচরো পাকা সোনাও (২৪ ক্যারাট) নজির গড়ল ১,৩২,০৫০ টাকা ছুঁয়ে। ফলে নতুন শিখরে পা রেখেছে গয়নার সোনাও।

সংশ্লিষ্ট মহলের দাবি, আগেই মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে গিয়েছে সোনা-রুপো। বিয়ের গয়না কিনতে গিয়ে বিপাকে বহু মানুষ। তবে একাংশ সব কিছু বাদ দিয়ে সোনা কিনছেন লগ্নির লক্ষ্যে। কারণ, এর মতো রিটার্ন আর কিছুতে মিলছে না। অন্য দিকে, শিল্পের প্রয়োজনে রুপোর চাহিদা বরাবরই বেশি ছিল। এখন সোনার বিকল্প দামি ধাতু হিসেবেও কদর বাড়ছে। সেই তুলনায় জোগান কম থাকায় দাম বাড়ছে লাফিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন