শুভশ্রী গঙ্গোপাধ্যায়-মেসিকাণ্ডের প্রতিবাদে রাজ চক্রবর্তী। ফাইল চিত্র।
লিয়োনেল মেসির সঙ্গে ছবি তোলার খেসারত দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক-প্রযোজক স্বামী রাজ চক্রবর্তী আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, শনিবার থেকে হেনস্থার শিকার তাঁর অভিনেত্রী স্ত্রী। রবিবার তাই তিনি টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রাজের কথায়, “শুভশ্রীকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়। তাই প্রশাসনের কাছে গেলাম। লিখিত অভিযোগ জানিয়েছি টিটাগড় থানায়। কার বা কাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি, সেটা এখন প্রকাশ্যে আনতে পারব না। তা হলে প্রশাসনের তদন্তে অসুবিধা হবে।” অভিনেত্রী স্ত্রীর জন্য কি বাড়তি নিরাপত্তা চাইলেন শাসকদলের বিধায়ক রাজ? তাঁর কথায়, “শুভশ্রীর নিরাপত্তার জন্য আমিই যথেষ্ট।”
রবিবার প্রথম আনন্দবাজার ডট কম-এর কাছে ক্ষোভ উগরে দেন প্রযোজক-পরিচালক। সাফ বলেছিলেন, “যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির উপস্থিতিকে ঘিরে যা ঘটেছে তা অবশ্যই নিন্দনীয়। যাঁরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তারকা ফুটবলারকে দেখতে পারেননি, তাঁদের প্রতিও আমার সমবেদনা রয়েছে। কিন্তু যাঁরা ঘরে বসে বিষয়টি নিয়ে অযথা জলঘোলা করছেন, সমাজমাধ্যমে ঘৃণা ছড়াচ্ছেন এবং আমার স্ত্রীকে ব্যক্তি আক্রমণ করছেন, তাঁদের প্রতি আমার রাগ, বিরক্তি।” এই প্রসঙ্গে তিনি এ-ও বলেন, “কিছু রাজনৈতিক নেতা সরাসরি বলেছেন, ‘শুভশ্রী অভিনেত্রী। ওঁর মাঠে যাওয়ার কী দরকার ছিল’! এ ভাবে কাউকে বোধহয় বলা যায় না। তিনি বিশ্বকাপ দেখলে আমিও তো তাঁকে বলতে পারি, উনি রাজনীতিবিদ। বিশ্বকাপ দেখার কী দরকার? আমি কিন্তু এ ভাবে বলব না।”
শাসকদলের বিধায়কের দাবি, রাজনৈতিক মহলের উস্কানিতেই শুভশ্রীকে এ ভাবে হেনস্থা করা হচ্ছে। এটা খুব ভালই বুঝতে পারছেন তিনি। সেই জন্যই থানায় গিয়েছেন, জানিয়েছেন রাজ। বিধায়ক-পরিচালকের বক্তব্য, “শুভশ্রী মেয়ে না হলে হয়তো এত হেনস্থার শিকার হতেন না। যে কারণে শাহরুখ কম কটাক্ষের শিকার।” তাঁর দাবি, একা শুভশ্রী নন, তাঁর বদলে টলিউডের অন্য কোনও নায়িকা থাকলে তাঁর সঙ্গেও একই ঘটনা ঘটত, এ ভাবেই হেনস্থা করা হত তাঁর।