নতুন অর্থবর্ষে টাকা রাখুন ডাকঘরের এই ন’টি প্রকল্পে

অর্থবর্ষের একেবারে গোড়া থেকে হিসেব কষতে পারলে, তবেই না ঠিকঠাক প্রকল্পে টাকা ঢালার সিদ্ধান্ত নিতে পারবেন।বছর শুরুর আগেই ছকে নিন ডাকঘরের কোন-কোন প্রকল্পে টাকা রাখবেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৮ ১৬:৩৮
Share:
০১ ১০

নতুন আর্থিক বছর শুরু মানে সময় হিসেবপত্তরের খাতা টেনে বসার। কারণ, অর্থবর্ষের একেবারে গোড়া থেকে হিসেব কষতে পারলে, তবেই না ঠিকঠাক প্রকল্পে টাকা ঢালার সিদ্ধান্ত নিতে পারবেন।বছর শুরুর আগেই ছকে নিন ডাকঘরের কোন-কোন প্রকল্পে টাকা রাখবেন।

০২ ১০

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট: এই প্রকল্পে বছরে চার শতাংশ সুদ দেওয়া হয়। ৫০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললে চেকের পরিষেবাও দেওয়া হয়। যে-কোনও সময়ে চাইলেই এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। পাওয়া যায় এটিএম বা ডেবিট কার্ডের সুবিধাও। ১০ হাজার টাকা পর্যন্ত এর সুদ আয়কর মুক্ত।

Advertisement
০৩ ১০

৫-বছর রেকারিং ডিপোসিট অ্যাকাউন্ট (আরডি): নগদ টাকায় এবং চেকে, দু’ভাবেই এই অ্যাকাউন্ট খোলা যায়। আরডি অ্যাকাউন্ট সহজেই এক ডাকঘর থেকে অন্য ডাকঘরে স্থানান্তরিত করা যায়। এই প্রকল্পে সুদ দেওয়া হয় ৬.৯ শতাংশ। এক সঙ্গে ছ’টা ইনস্টলমেন্ট দিলে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে।

০৪ ১০

পোস্ট অফিস টাইম ডিপোজিট (টিডি): চেকে বা নগদে টিডি অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাকাউন্ট খোলার সময় গ্রাহক ‘নমিনি’ রাখার সুবিধা পাবেন। এই অ্যাকাউন্টও স্থানান্তরিত করার সুবিধা রয়েছে। সুদের হার এক বছরের জন্য ৬.৬ শতাংশ, দু’বছরের জন্য ৬.৭ শতাংশ, তিন বছরের জন্য ৬.৯ শতাংশ এবং পাঁচ বছরের জন্য ৭.৪ শতাংশ। ৮০-সি ধারায় প্রথম পাঁচ বছরের সুদ করমুক্ত।

০৫ ১০

পোস্ট অফিস মান্থলি স্কিম অ্যাকাউন্ট (এমআইএস): এই প্রকল্পে ৭.৩ শতাংশ হারে সুদ দেওয়া হয়। সিঙ্গল এবং জয়েন্ট দু’টো অ্যাকাউন্টই খুলতে পারেন। সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে চার লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ন’লক্ষ টাকা অবধি জমা রাখতে পারেন। এই প্রকল্পে সুদ করমুক্ত নয়।

০৬ ১০

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস): প্রবীণ নাগরিকদের জন্য এটা খুবই জনপ্রিয় প্রকল্প। ৬০ বছর বা তার বেশি বয়সের যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারেন। সুদের হার ৮.৩ শতাংশ। এক লক্ষ টাকা বা তার বেশি জমা করতে গেলে চেকেই অ্যাকাউন্ট খুলতে হবে। আর নগদ যদি এক লক্ষ টাকার কম হয় তাহলে চেক ছাড়াই অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে।

০৭ ১০

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ): মাত্র ১০০ টাকা দিয়েই পিপিএফে অ্যাকাউন্ট খোলা যাবে। অ্যাকাউন্টে বছরে ন্যূনতম ৫০০ টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা অবধি রাখা যাবে। সুদের হার ৭.৬ শতাংশ। সুদ করমুক্ত।

০৮ ১০

জাতীয় সঞ্চয়পত্র (এনএসসি): পাঁচ বছরের মেয়াদে টাকা জমা রাখতে পারেন। সম্ভাব্য আয় ৭.৬ শতাংশ। ৮০-সি ধারায় কর ছাড়ের সুবিধা রয়েছে।

০৯ ১০

কিষাণ বিকাশ পত্র (কেভিপি): কিষান বিকাশ পত্র-র পুরনো সুদের হার ছিল ৭.৫ শতাংশ। এখন যা কমে হয়েছে ৭.৩ শতাংশ। এ ক্ষেত্রে সঞ্চয়ের টাকা ১১৫ মাস পরে দ্বিগুণ হবে।

১০ ১০

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট: এই প্রকল্পে কেবল মাত্র মেয়েদের জন্য। মেয়েদের ১০ বছর বয়স অবধি তার অ্যাকাউন্ট দেখভাল করতে পারেন অভিভাবক বা অভিভাবক স্থানীয় কেউ। সুদের হার ৮.১ শতাংশ। সুদ করমুক্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement