বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে নতুন জিএসটি হার। একনজরে দেখে নেওয়া যাক,নতুন জিএসটি হারে সস্তা হচ্ছে কোন কোন সামগ্রী?
২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হচ্ছে জিএসটি। দাম কমছে রং, রেফ্রিজারেটর, বার্নিশ, ওয়াটার কুলার, ওয়াশিং মেশিন, লিথিয়াম আয়ন ব্যাটারি, ভ্যাকুয়াম ক্লিনার, ৬৮ সেমি দৈর্ঘ্যের টেলিভিশন, আইসক্রিম ফ্রিজার, হেয়ার ড্রায়ার ও হ্যান্ড ড্রায়ার।
২৮ শতাংশ থেকে কমে ১২ শতাংশ হচ্ছে জিএসটি। দাম কমছে ব্যাটারি চালিত গাড়ির। এ ছাড়া কমবে বয়ন শিল্পসামগ্রীর দাম।
১৮, ১২ ও ৫ শতাংশ থেকে কমে শূন্য হচ্ছে জিএসটি। দাম কমছে পাথর, মার্বেল, কাঠ, রাখী, স্যানিটরি ন্যাপকিন, শালপাতার সামগ্রীর।
১২ শতাংশ কমে ৫ শতাংশ হচ্ছে জিএসটি। দাম কমছে হাতে বানানো দড়ি, হাতে বানানো টুপি, সারের উপাদান হিসেবে ব্যবহৃত ফসফরিক অ্যাসিডের।
১৮ শতাংশ থেকে কমে ১২ শতাংশ হচ্ছে জিএসটি। দাম কমছে বাঁশের দ্রব্য, কেরোসিন স্টোভের
১৮ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হচ্ছে জি এস টি। তেল কোম্পানিগুলি জ্বালানির সঙ্গে মেশানোর জন্য যে ইথানল ব্যবহার করে তার দাম কমবে।
১৮ শতাংশ থেকে কমে ১২ শতাংশ হচ্ছে জিএসটি-র হার। দাম কমবে হাতে বানানো ব্যাগ, ছবি বাঁধাইয়ের ফটো ফ্রেম, পাথর, লোহা, মোম, কাঁচ, অ্যালুমিনিয়ামে বানানো শিল্পসামগ্রী ও বাড়িতে ব্যবহারের আয়নার।