এক দিনেই প্যান, দাবি কর পর্ষদের

নতুন সংস্থাকে এক দিনেই পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার (প্যান) দিচ্ছে আয়কর দফতর। গত অর্থবর্ষের শেষ দিন, অর্থাৎ ২০১৭-র ৩১ মার্চ পর্যন্ত ১৯,৭০৪টি প্যান এক দিনে ইস্যু করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০৩:০৫
Share:

নতুন সংস্থাকে এক দিনেই পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার (প্যান) দিচ্ছে আয়কর দফতর। গত অর্থবর্ষের শেষ দিন, অর্থাৎ ২০১৭-র ৩১ মার্চ পর্যন্ত ১৯,৭০৪টি প্যান এক দিনে ইস্যু করা হয়েছে। সাধারণ প্যান কার্ডের পাশাপাশি কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি) বৈদ্যুতিন বা ই-প্যান কার্ডও চালু করেছে। এটি ই-মেল মারফত পাঠিয়ে দেওয়া হচ্ছে আবেদনকারীর কাছে। সংস্থা ও ব্যক্তি, দু’ধরনের আবেদনকারীই এই সুবিধা পাবেন।

Advertisement

সিবিডিটি জানিয়েছে, ই-প্যান কার্ডে থাকবে ডিজিটাল স্বাক্ষর, যার ফলে সেটি প্রয়োজনে পরিচয়ের প্রমাণ হিসেবে দাখিল করা যাবে। ডিজিটাল লকারে এটি রাখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement