এ বার জিওর পরিষেবা নিলে ১০০ শতাংশ ক্যাশ ব্যাক, কী ভাবে জানুন

ফের ধামাকা। ফের দু’টি আকর্ষণীয় অফার আনল মুকেশ অম্বানীর কোম্পানি। কী সেই অফারগুলি? সংস্থার তরফে জানানো হয়েছে, এ বার পুরনো ডেটা কার্ড, ডঙ্গল অথবা হটস্পট রাউটারের বিনিময়ে গ্রাহকরা পেয়ে যাবেন জিওফাই ফোরজি রাউটার।।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ১৭:০৭
Share:

ফের ধামাকা। ফের দু’টি আকর্ষণীয় অফার আনল মুকেশ অম্বানীর কোম্পানি।

Advertisement

কী সেই অফারগুলি? সংস্থার তরফে জানানো হয়েছে, এ বার পুরনো ডেটা কার্ড, ডঙ্গল অথবা হটস্পট রাউটারের বিনিময়ে গ্রাহকরা পেয়ে যাবেন জিওফাই ফোরজি রাউটার। এ ক্ষেত্রে দু’টি অফারের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন তাঁরা। ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে রাউটার বা ডঙ্গলকেই বেছে নেন অনেকে। বাড়িতে এমনই পুরনো ডেটা কার্ড, ডঙ্গল বা হটস্পট রাউটার থাকলে তা নিয়ে সোজা চলে যান জিও ডিজিটাল স্টোর অথবা জিও কেয়ার স্টোরে।

আরও পড়ুন: ব্রিটেনে সবচেয়ে ধনী চার জনের মধ্যে তিন জনই ভারতীয়!

Advertisement

আর সেখানেই এক্সচেঞ্জ অফার হিসেবে পেয়ে যাবেন ২,০১০ টাকার ৪জি ডেটা। জিওফাই ফোরজি রাউটার পেতে গেলে ক্রেতাকে খরচ করতে হবে ১,৯৯৯ টাকা। সেই সঙ্গে নিতে হবে ৯৯ টাকা দিয়ে জিও প্রাইম মেম্বারশিপ। এর পর প্রথম রিচার্জ হিসেবে ৩০৯ টাকার প্ল্যানটি অবশ্যই নিতে হবে গ্রাহকদের।

হিসেব কষলে দেখা যাচ্ছে, ২,০১০ টাকার ফ্রি ৪জি ডেটা মিলছে। আর রাউটারের জন্য ক্রেতাকে দিতে হচ্ছে ১,৯৯৯ টাকা। অর্থাৎ দিনের শেষে পুরো পরিষেবাটাই মিলছে প্রায় বিনামূল্যেই। মাত্র ৪০৮ টাকা দিলেই নতুন জিওফাই ফোরজি রাউটার পেয়ে যাবেন গ্রাহকরা।

দ্বিতীয় প্ল্যানে পুরনো কোনও ডিভাইস এক্সচেঞ্জের প্রয়োজন নেই। সে ক্ষেত্রে জিওফাই ফোরজি রাউটারের জন্য ১,৯৯৯ টাকা এবং জিও রিচার্জের জন্য ৪০৮ টাকা খরচ করতে হবে। তফাৎ হল এই যে, এ ক্ষেত্রে ২,০১০ টাকার পরিবর্তে পাওয়া যাবে ১,০০৫ টাকার ৪জি ডেটা। অর্থাৎ ক্রেতার খরচ সব মিলিয়ে ৯৯৪ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন