sovereign gold bond

আট বছরে লাভ ৩২৩ শতাংশ! দুর্দান্ত আয় ‘কাগুজে সোনায়’, হলুদ ধাতুতে জ্যাকপট বিনিয়োগকারীদের

চূড়ান্ত মূল্য অনুযায়ী ইউনিট প্রতি ১২ হাজার ৮২০ টাকা পাবেন বিনিয়োগকারী। এর ফলে প্রতি ইউনিট প্রায় ৯,৮৫৬–৯,৯০৬ টাকা লাভ হবে বন্ডের ক্রেতাদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৪
Share:

ছবি: সংগৃহীত।

‘কাগুজে’ সোনায় জ্যাকপট। ৩৩২ শতাংশ লাভ সোভেরেইন গোল্ড বন্ডে। ২০১৭-১৮ এক্স সিরিজ়ের গোল্ড বন্ডের চূড়ান্ত দাম নির্ধারণ করার পর বিপুল লাভের মুখ দেখতে পেলেন ক্রেতারা। বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে চার গুণ। ২০১৭ সালের ৪ ডিসেম্বরে কেনা বন্ডগুলির আট বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সরকার সেগুলির বিক্রির দর ঘোষণা করেছে সরকার। তাতেই চড়া লাভের মুখ দেখতে পেয়েছেন ক্রেতারা।

Advertisement

২০১৭-১৮ সিরিজ় এক্স সোভেরেইন গোল্ড বন্ড প্রতি ইউনিট ২,৯৬৪ টাকা (অনলাইন আবেদনকারীদের জন্য ২,৯১৪ টাকা) মূল্যে ইস্যু করা হয়েছিল। এখন মেয়াদপূর্তির পর বিনিয়োগকারীরা চলতি বছরের ৪ ডিসেম্বর তারিখে চূড়ান্ত মূল্য অনুযায়ী ইউনিট প্রতি ১২ হাজার ৮২০ টাকা পাবেন। এর ফলে প্রতি ইউনিট প্রায় ৯,৮৫৬–৯,৯০৬ টাকা লাভ হবে বন্ডের ক্রেতাদের। আট বছরে প্রায় ৩৩২ শতাংশ থেকে ৩৪০ শতাংশ পর্যন্ত লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা।

বিনিয়োগকারীকে নগদ অর্থ প্রদান করে এই বন্ড কিনতে হত। বাজারে ওজন অনুযায়ী সোনার মূল্য যা হয়, বন্ডের ক্ষেত্রেও সেই মূল্যই থাকে। বন্ডের মেয়াদপূর্তিতে সুদ সমেত নগদ টাকা বিনিয়োগকারী অ্যাকাউন্টে জমা হয়। বিক্রির দিন ধার্য হওয়ার তিন দিন অর্থাৎ ১, ২ এবং ৩ ডিসেম্বরের ৯৯৯ শতাংশ বিশুদ্ধ সোনার দামের গড়ের উপর ভিত্তি করে বন্ডের মূল্য নির্ধারণ করা হয়েছে। সোনার দাম নির্ধারিত হয় ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দামের ভিত্তিতে।

Advertisement

প্রথম বার ক্ষমতায় আসার পর ২০১৫ সালের নভেম্বরে সোভেরেইন গোল্ড বন্ড চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমে সরকারের থেকে ‘কাগুজে’ সোনা কেনার সুযোগ পায় আমজনতা। হলুদ ধাতুর ক্রমবর্ধমান আমদানি বন্ধ করতে ওই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। পরে সোভেরেইন গোল্ড বন্ড বা এসজিবিকে ‘ব্যয়বহুল’ ও ‘জটিল’ বলে মনে করছে সরকার। আর সেই কারণে এটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement