Credit Card New Rule

জুলাই থেকে ক্রেডিট কার্ডের নিয়ম বদলাচ্ছে এসবিআই-সহ তিন ব্যাঙ্ক, কী কী সুবিধা পাবেন গ্রাহক?

চলতি বছরের জুলাই থেকে ক্রেডিট কার্ডের নিয়মে বেশ কিছু বদল আনছে একগুচ্ছ সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক। তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), এইচডিএফসি এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৮:২৪
Share:

প্রতীকী ছবি।

এ বার ক্রেডিট কার্ডের নিয়মে বড় বদল করছে একাধিক সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক। তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), এইচডিএফসি এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। নতুন নিয়মে সংশোধিত বিমা, লেনদেনের চার্জ এবং পণ্য স্থানান্তরের নিয়ম বদলাচ্ছে বলে জানা গিয়েছে। চলতি বছরের জুলাই থেকে এগুলি কার্যকর করবে ওই তিনটি ব্যাঙ্ক। সেই লক্ষ্যে ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে বিজ্ঞপ্তি।

Advertisement

আগামী ১৫ জুলাই থেকে প্রিমিয়াম এবং কো-ব্র্যান্ডেড কার্ডগুলিতে বিনামূল্যের বিমান দুর্ঘটনা বিমা বন্ধ করছে এসবিআই। এত দিন পর্যন্ত এলিট, মাইলস এলিট এবং মাইলস প্রাইম ক্রেডিট কার্ডে স্টেট ব্যাঙ্কের গ্রাহকেরা নিখরচায় কোটি টাকা পর্যন্ত বিমা কভার পেতেন। অন্য দিকে প্রাইম এবং পাল্‌স কার্ডের ব্যবহারকারীদের জন্য এই বিমার পরিমাণ ছিল ৫০ লক্ষ টাকা। আগামী দিনে এই সুবিধা চালু রাখতে আলাদা করে টাকা দিতে হবে তাঁদের।

এ ছাড়া ১১ জুলাই থেকে ইউকো ব্যাঙ্ক এসবিআই কার্ড এলিট, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই কার্ড এলিট এবং অন্যান্য কো-ব্র্যান্ডেড কার্ড থেকেও এই সুবিধা সরিয়ে ফেলবে স্টেট ব্যাঙ্ক। পাশাপাশি, ১৫ জুন থেকে ন্যূনতম বকেয়া বা এমএডি (মিনিমাম অ্যাকাউন্ট ডিউ) হিসাবের ফর্মুলা বদলাচ্ছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ওই তারিখ থেকে গুড্‌স অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি, মাসিক কিস্তি বা ইএমআই (ইকুইডেটেড মান্থলি ইনস্টলমেন্ট), অন্যান্য চার্জ, আর্থিক খরচের ১০০ শতাংশ এবং বাকি বকেয়ার দু’শতাংশ এতে অন্তর্ভুক্ত হবে।

Advertisement

১ জুলাই থেকে ক্রেডিট কার্ডের চার্জ বদল করছে এইচডিএফসি ব্যাঙ্ক। ফলে গ্রাহকদের অতিরিক্ত খরচ হবে এক শতাংশ টাকা। মাসে প্রায় ৪,৯৯৯ টাকা চার্জ বাবদ দিতে হবে তাঁদের। এই নিয়ম ১০ হাজার টাকার গেমিং, ওয়ালেটে থাকা অর্থের পরিমাণ ১০ হাজার টাকা ছাড়িয়ে গেলে এবং ৫০ হাজার টাকার বেশি বিল পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এ ছাড়া গেমিংয়ের জন্য খরচের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের গ্রাহকেরা পাবেন না আর কোনও রিওয়ার্ড পয়েন্ট। ম্যারিয়ট বনভয়ের মতো কার্ডগুলিতে অবশ্য রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে। আগামী ১০ জুলাই থেকে মিন্ত্রা ক্রেডিট কার্ড বন্ধ করবে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। সেগুলি কোটাক লিগ ক্রেডিট কার্ডে বদলে যাবে বলে ঘোষণা করেছে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement