আমসত্ত্বের জিএসটি কর ১২ শতাংশ থেকে কমে হল ৫ শতাংশ।
খাকরা এবং সাধারণ চাপাটির জিএসটি কর আগে ছিল ১২ শতাংশ। এখন হল ৫ শতাংশ।
পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বিলি করার জন্য তৈরি প্যাকেটজাত খাবারের জিএসটি কর ১৮ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হল।
ব্র্যান্ডেড নয় এমন নিমকির জিএসটি’র কর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হল।
সাধারণ কেরোসিন তেলের জিএসটি কর আগেও ছিল ১৮ শতাংশ। এখনও ১৮ শতাংশই রয়েছে।
ব্র্যান্ডেড বাদে সব রকমের আয়ুর্বেদিক, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি ওষুধের জিএসটি কর ১২ শতাংশ থেকে কমে হল ৫ শতাংশ।
পোস্টার রংয়ের জিএসটি কর ছিল ১৮ শতাংশ। তা হল ৫ শতাংশ।
প্লাস্টিক বর্জ্যের জিএসটি কর আগে ছিল ১৮ শতাংশ। এখন তা কমে দাঁড়িয়েছে ৫ শতাংশে।
শিশুদের জন্য মডেলিং পেস্টের জিএসটি কর ২৮ শতাংশ থেকে কমে হল ১৮ শতাংশ।
রাবার বর্জ্যের জিএসটি কর আগে ছিল ১৮ শতাংশ। এখন তা কমে হল ৫ শতাংশ।
কাগজের বর্জ্যের জিএসটি কর ১২ শতাংশ থেকে কমে হল ৫ শতাংশ।
কঠিন রাবার বর্জ্যের জিএসটি কর ২৮ শতাংশ থেকে এক ধাক্কায় কমে ৫ শতাংশ হল।
কাপড় সেলাইয়ের সুতোর জিএসটি কর ১৮ শতাংশ থেকে কমে ১২ শতাংশ হল।
সিন্থেটিক সুতোর জিএসটি কর ২৮ শতাংশ থেকে ১৮ শতাংশ হল।
কৃত্রিম সুতোর জিএসটি কর ১৮ শতাংশ থেকে কমে হল ১২ শতাংশ।
জরির জিএসটি কর ১২ শতাংশ থেকে কমে হল ৫ শতাংশ।
চিঠিপত্রের ক্লিপ, পেপার ক্লিপ-সহ বেশ কিছু অফিস সামগ্রীর জিএসটি কর ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হল।
ডিজেল ইঞ্জিনের বেশ কিছু যন্ত্রাংশের জিএসটি কর ২৮ শতাংশ থেক কমে হল ১৮ শতাংশ।
জলের পাম্পের যন্ত্রাংশের জিএসটি রেট ২৮ শতাংশ থেকে কমে হল ১৮ শতাংশ।
ই বর্জ্য। ২৮ শতাংশ থেকে কমে হল ৫ শতাংশ।