ভারতে দফতর খুলছে সাত বিদেশি পুনর্বিমা সংস্থা

এ বার ভারতে দফতর খোলার পথে বিদেশি পুনর্বিমা (রি-ইনশিওরেন্স) সংস্থা। বিমা নিয়ন্ত্রক আইআরডিএ-র তরফে বিজয়লক্ষ্মী আইয়ারের দাবি, ন’মাসের মধ্যেই এ দেশে ব্যবসা শুরু করবে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ০৩:২১
Share:

এ বার ভারতে দফতর খোলার পথে বিদেশি পুনর্বিমা (রি-ইনশিওরেন্স) সংস্থা। বিমা নিয়ন্ত্রক আইআরডিএ-র তরফে বিজয়লক্ষ্মী আইয়ারের দাবি, ন’মাসের মধ্যেই এ দেশে ব্যবসা শুরু করবে তারা।

Advertisement

বিমা ব্যবসায় ঝুঁকির দায় কমাতে সংস্থাগুলি তাদের পলিসি বিক্রি করার পরে অন্য সংস্থার কাছে সেটির বিমা করায়। এটাই পুর্নবিমা। এই ব্যবস্থায় গ্রাহককে বিমার ক্ষতিপূরণ মেটাতে পুরো আর্থিক দায় মূল সংস্থাটির উপর থাকে না। বড় অংশ বহন করে পুনর্বিমা সংস্থা। এ রকম সাত বিদেশি পুনর্বিমা সংস্থাই এ বার ভারতে ব্যবসা করতে আইআরডিএ-র কাছে লাইসেন্সের জন্য আবেদন করেছে। বিজয়লক্ষ্মী বলেন, ‘‘আবেদনপত্রগুলি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের শর্ত পূরণ করলে মঞ্জুর করব। আশা করছি ৬-৯ মাসের মধ্যেই তারা ভারতে ব্যবসা শুরু করতে পারবে।’’

এখন ভারতের বিমা সংস্থাগুলির সিংহভাগই জেনারেল ইনশিওরেন্স কোম্পানির (জিআইসি) কাছে পুনর্বিমা করায়। অনেক ক্ষেত্রে জিআইসি বিদেশি সংস্থার কাছে পুনর্বিমা করিয়ে থাকে। ফলে বিদেশি সংস্থার কাছে পুনর্বিমা করাতে ভারতীয় সংস্থাগুলিকে অনুমতি দেওয়াই আছে। কিন্তু এতে খরচ বেশি বলে সেই পথে হাঁটে না অনেকেই। এখানে সংস্থাগুলি দফতর খুলে ব্যবসা চালালে সেই খরচ কমবে।

Advertisement

শুক্রবার সিআইআইয়ের সভায় বিজয়লক্ষ্মী বলেন, ‘‘বিদেশি পুনর্বিমা সংস্থা এলে ভারতীয় বিমা সংস্থাগুলি আরও নতুন নতুন ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিমা আনবে। তাতে সাধারণ মানুষ ও শিল্পের সুবিধা। বাড়বে বিমা ব্যবসাও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement