Suzuki Burgman Street

নতুন রঙে ফের আত্মপ্রকাশ সুজুকির বার্গম্যান স্ট্রিটের

আগে বার্গম্যান স্ট্রিট স্কুটার পাওয়া যেত তিনটি রঙে- মেটালিক ম্যাট ফিব্রয়েন গ্রে, গ্লাস স্পার্কেল ব্ল্যাক এবং পার্ল মিরাজ হোয়াইট। এবার তার সঙ্গেই যুক্ত হল ম্যাট ব্ল্যাকও, কারণ বাজারের নতুন ট্রেন্ড ‘ম্যাট ফিনিশ’, আর কালো রঙ তো বরাবরই হিট।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুলাই ২০১৯ ১৯:০০
Share:

ম্যাট ব্ল্যাক রঙে বাজারে আসলো সুজুকি বার্গম্যান। ছবি সৌজন্যে: টুইটার

ভারতে দু-চাকার যানবাহনের চাহিদা আকাশছোঁয়া হওয়ায় প্রতিটি প্রস্তুতকারক সংস্থাই তাদের নতুন মডেল আনতে আগ্রহী। সুজুকিও ব্যতিক্রম নয়। ভারতে তাদের ১২৫সিসি স্কুটারগুলি সর্বোচ্চ বিক্রিত স্কুটার হিসাবে গণ্য হয়। নতুনত্ব বজায় রাখতে পুরোনো স্কুটারকেই নতুন রূপে বাজারে আবারও আনার বিষয়টি নতুন নয়। সুজুকির বার্গম্যান স্ট্রিট স্কুটার এ বার এল নতুন রঙে। পাওয়া যাবে ম্যাট ব্ল্যাকেও। যান্ত্রিক এবং ব্যাহিক ডিজাইনে কোনও পরিবর্তন করা হয়নি এই স্কুটারে। নতুন রঙের এই স্কুটারের দামও রাখা হয়েছে একই, ৬৯ হাজার ২০৮ টাকা (এক্স শোরুম দিল্লি)।

Advertisement

আগে বার্গম্যান স্ট্রিট স্কুটার পাওয়া যেত তিনটি রঙে- মেটালিক ম্যাট ফিব্রয়েন গ্রে, গ্লাস স্পার্কেল ব্ল্যাক এবং পার্ল মিরাজ হোয়াইট। এবার তার সঙ্গেই যুক্ত হল ম্যাট ব্ল্যাকও, কারণ বাজারের নতুন ট্রেন্ড ‘ম্যাট ফিনিশ’, আর কালো রঙ তো বরাবরই হিট।

সুজুকির বার্গম্যানের আরেকটি নতুনত্ব হল এর লাইটিং। রাতের অন্ধকারে স্কুটার চালানোয় সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে নতুন প্রযুক্তির ‘অ্যাডভান্স লাইটিং সিস্টেম’, ব্যবহৃত হয়েছে নতুন এলইডি লাইট। এ ছাড়াও রয়েছে ‘বডি মাউন্টেড উইন্ডস্ক্রিন’, ‘মাল্টি-ফাংশন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার’, নতুন ঢাকনা যুক্ত ‘ফ্রন্ট গ্লাভস বক্স’। ‘ওয়ান পুশ ইজি স্টার্ট সিস্টেমের সুবিধাও পাওয়া যাবে এই স্কুটারে। থাকছে সেন্ট্রাল লকিং সিস্টেম এবং সিটের নীচে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য বড় স্টোরেজ।

Advertisement

আরও পড়ুন: চিনের পর এ বার ভারতে আসছে হুয়াওয়েইয়ের প্রথম পপ-আপ সেলফি ক্যামেরার স্মার্টফোন

সুজুকির বার্গম্যান পাওয়া যাবে অ্যালুমিনিয়ামের ১২৪সিসির ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডারে, ‘এসইপি’ প্রযুক্তির ব্যবহারে এই স্কুটার এক লিটারেই পার করবে ৪০ কিমি। টিউবলেস টায়ার ও উন্নত টেলেস্কোপিক সাসপেনশনের ব্যবহারে স্কুটারটি চলাকালীন কম ঝাঁকুনি অনুভূত হবে। দীর্ঘ যাত্রায় ক্লান্তি ভাব দূর করতে তৈরি করা হয়েছে আরামদায়ক পা রাখার জায়গাও।

সুজুকি ইন্ডিয়ার সহ সভাপতি দেবাশিষ হান্ডা বলেন, “বার্গম্যানের জনপ্রিয়তাকে লক্ষ্য করেই আমরা এই নতুন রঙে বার্গম্যানকে আরও একবার জনগণের সামনে আনা হল। বড় স্কুটারগুলির মধ্যে বার্গম্যান স্ট্রিটের কদর শুধু দেশ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও রয়েছে। আভিজাত্যকে কিভাবে আরামদায়ক ও স্টাইলিশ করা যায়, তার উদাহরণ হতে পারে বার্গম্যান”।

আরও পড়ুন: স্মার্টফোন, স্মার্ট গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে বাজারে এল ‘স্মার্ট ডায়াপার’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন