Stock Market Loss

লোগো বদলাতেই রেগে আগুন ট্রাম্পের অন্ধভক্তের দল, এক দিনে ৮৭৩ কোটি লোকসানের মুখ দেখল মার্কিন রেস্তোরাঁ!

লোগো বদলের পর মার্কিন রেস্তোরাঁ চেন ‘ক্র্যাকার ব্যারেল’-এর মাথায় হাত। এক দিনে ৮৭৩ কোটি টাকা লোকসান হল তাদের। লোগো বদলকে কেন্দ্র করে ট্রাম্পের ভক্তদের কড়া সমালোচনার মুখে পড়েছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১৬:৪৮
Share:

প্রতীকী ছবি।

তথ্যপ্রযুক্তির পর এ বার জনপ্রিয় রেস্তোরাঁ চেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল লোকসানের মুখে পড়ল ‘ক্র্যাকার ব্যারেল’। এক দিনে সংশ্লিষ্ট সংস্থাটি হারিয়েছে ৯ কোটি ৪০ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যেটা প্রায় ৮৭৩ কোটি! লোগো বদলের জন্যেই রেস্তোরাঁ চেনটি শেয়ার বিপর্যয়ের মুখে পড়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গ্রেট আমেরিকা মেক এগেইন’ স্লোগান প্রসঙ্গ।

Advertisement

গত ৫৫ বছর ধরে আমেরিকায় দাপিয়ে ব্যবসা করছে ‘ক্র্যাকার ব্যারেল’। সম্প্রতি, এর রেস্তোরাঁ চেনটির লোগো বদল করেন এর ‘চিফ এক্‌জ়িকিউটিভ অফিসার’ বা সিইও ফেলস ম্যাসিনো। সেই ছবি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ট্রাম্পের ‘গ্রেট আমেরিকা মেক এগেইন’-এর অন্ধভক্তের দল। ‘ক্র্যাকার ব্যারল’-এর লোগোটির তীব্র সমালোচনা শুরু করেন তাঁরা। প্রায় সঙ্গে সঙ্গেই এর প্রভাব দেখা যায় ওয়াল স্ট্রিটে।

গত ২১ অগস্ট, বৃহস্পতিবার ৫৪.৮০ ডলারে নেমে যায় ‘ক্র্যাকার ব্যারেল’-এর স্টকের দাম। ওই দিনে এতে ৭.১৫ শতাংশের পতন দেখা গিয়েছিল। একটা সময়ে সংশ্লিষ্ট শেয়ারটির নাম ১৫ শতাংশ কমে ৫০.২৭ ডলারে চলে যায়। দিনের মধ্যে এটাই ছিল সর্বনিম্ন। পরে অবশ্য সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয় রেস্তোরাঁ চেনটির স্টকের সূচক।

Advertisement

দক্ষিণপন্থী ‘ক্র্যাকার ব্যারেল’-এর আগের লোগোয় ওভারকোট পরিহিত একজন ব্যক্তিকে একটি পিপের পাশে বসে থাকতে দেখা যেত। নতুন লোগোয় সোনালি রঙের একটি প্লেটের উপরে রয়েছে শুধুই সংস্থার নাম। ট্রাম্প ভক্তদের চটে যাওয়ার এটাই সবচেয়ে বড় কারণ বলে মনে করা হচ্ছে। এই লোগোকে ‘বিরক্তিকর’ বলে সুর চড়িয়েছেন তাঁরা।

অন্য দিকে লোগো বদলের বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন সংস্থার সিইও ম্যাসিনো। তাঁর যুক্তি, ‘‘আমরা আর আগের মতো প্রাসঙ্গিক নেই। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন লোগো আনা হয়েছে।’’ ট্রাম্পের ভক্তদের ক্ষোভ এবং স্টকের সূচকের পতনের পরেও সংস্থাটি যে পুরোনো লোগোয় ফেরত যাচ্ছে না, তা একরকম নিশ্চিত করে দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement