Evening News Wrap

রাজ্যে অশান্তি চলছেই, জামিন হল না সলমনের

রাজ্যে অশান্তি অব্যহত। পুলিশের সামনেই চলছে গুলি-বোমা। তার মধ্যেই অভিনেতা সলমন খানকে আরও এক রাত কাটাতে হচ্ছে জেলেই। চেষ্টা করেও হল না জামিন। অন্যদিকে কমনওয়েলথে সোনা পেয়ে ভারতকে সমৃদ্ধ করলেন সঞ্জিতা চানু। দেখুন সব খবর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ১৮:৩৮
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কয়েক দিন ধরে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে চলতে থাকা অশান্তি, হাঙ্গামা থেমে নেই শুক্রবারও। কখনও পুলিশের সামনে, কখনও আবার পুলিশকে সঙ্গে নিয়েই বিরোধীদের উপর হামলার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। এ দিন সব থেকে বেশি অশান্তির খবর এসেছে মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূম থেকে।

Advertisement

অন্যদিকে কৃষ্ণসার হরিণ শিকারের অপরাধে গতকাল তাঁকে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন জোধপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। শুক্রবার তাঁর জামিনের শুনানি ছিল। কিন্তু, সেখানেও কোনও ফয়সলা হয়নি। ফলে এ দিন রাতটাও জেলেই কাটাতে হবে সলমনকে।

পর পর খারাপ খবরের পর একটু আনন্দ দিতে পারে কমনওেলথে আরও এক চানুর সোনা। মীরাবাই চানুর পর এ বার সঞ্জিতা চানুর হাত ধরে সোনা উঠে এল ভারতের ঘরে। শুক্রবার মহিলাদের ৫৩ কেজি বিভাগে পাপুয়া নিউ গিনির লোয়া ডিকা তুয়াকে হারিয়ে স্বর্ণপদক জেতেন সঞ্জিতা।

Advertisement

দিনভর শিরোনামে থাকা খবরগুলো দেখে নিন কয়েক ঝলকে:

দিনভর কী কী ঘটল, জেনে নিন বিশদে:

• রাতে ডাল-রুটি-সব্জি, সকালে খিচুড়ি, খেলেনই না সলমন

রাতে দেওয়া হয়েছিন ডাল, চাপাটি আর সব্জি। সকালে জলখাবারে খিচুড়ি। জেলের দেওয়া এই খাবার নাকি ছুঁয়েও দেখেননি ‘ভাইজান’। তাহলে কি বৃহস্পতিবার রাত থেকে না খেয়েই আছেন সলমন? বিস্তারিত জানতে পড়ুন

• কমনওয়েলথে দেশকে দ্বিতীয় সোনাও দিলেন আর এক চানু

বেশ কাঁটায় কাঁটায় লড়াই হয় এ দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তুয়া ও কানাডার র‌্যাচেল লেব্লঁ। সঞ্জিতা মোট ১৯২ কেজি তুলেছিলেন। সেখানে তুয়া ১৮২ কেজি তুলে দ্বিতীয় স্থান এবং ১৮১ কেজি তুলে তৃতীয় স্থান দখল করেন লেব্লঁ।বিস্তারিত জানতে পড়ুন

• পঞ্চায়েত: পুলিশের সামনেই বোমা-গুলি-লাঠি, হামলা চলছেই

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে মিছিল করে মহকুমা শাসকের দফতরে যাওয়ার সময় বিজেপি নেতা-কর্মীদের উপর বোমা নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিস্তারিত জানতে পড়ুন

• ‘ক্ষমা করে দিয়ো’, বাবাকে ফোনে বলল জঙ্গি ছেলে

বাহিনী ঘিরে ফেলেছে গোটা বাড়ি। সেই বাড়িরই এক বাসিন্দার মোবাইল চেয়ে বাবাকে ফোন করল ছেলে। নিহত জঙ্গি ইতমাদ হুসেন দারের সঙ্গে তার বাবার সেই কথোপকথন এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিস্তারিত জানতে পড়ুন

• জামিন নিয়ে রায় কাল, জেলে দেখা করতে গেলেন প্রীতি

সলমনের পাশে দাঁড়ানোর জন্য আজ জোধপুর সেন্ট্রাল জেলে ছুটে গিয়েছেন প্রীতি জিন্টা। বলিউডের ভাইজানের সঙ্গে তাঁর বন্ধুত্ব দীর্ঘ দিনের। তবে সলমনের সঙ্গে প্রীতিকে দেখা করতে দেওয়া হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। বিস্তারিত জানতে পড়ুন

• হাম্পটি ডাম্পটি! নতুন কণা আবিষ্কার সার্নের সুড়ঙ্গ-ল্যাবে

রাজার ঘোড়ারা বিস্তর চেষ্টা করেছিল। হাম্পটি ডাম্পটিকে জোড়া লাগাতে খুব কসরৎ করেছিল রাজার সেনারা। তবু টুকরো টুকরো হয়ে যাওয়া হাম্পটি ডাম্পটিকে আর জোড়া লাগানো যায়নি। বিস্তারিত জানতে পড়ুন

• ‘যেও না রেপ হয়ে যাবে, বলেছিল ওরা’

বাগবাজার মায়ের ঘাট থেকে একটু এগোলেই একটা নীল রঙের বাঁধানো জায়গা রয়েছে। যখন ঢুকছি এক দল ছেলে আমাদের বলল, যেও না, রেপ হয়ে যাবে। আমি উল্টে জিজ্ঞেস করলাম, কে রেপ করবে? বিস্তারিত জানতে পড়ুন

• শনিবার থেকে আইপিএল উৎসব

ঢাকে কাঠি আইপিএল-এর। শনিবারই মু্ম্বইয়ে শুরু হয়ে যাচ্ছে ১১তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এ বারের আইপিএল বিস্তারিত জানতে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন