Editorial News

বৈঠকে সনিয়া-মমতা, চিনে আচমকা কিম, কড়া শাস্তি অজি ক্রিকেটারদের

সারা দিনের ব্যস্ততায় যদি মিস হয়ে গিয়ে থাকে গুরুত্বপূর্ণ খবরগুলো, তা হলে চোখ রাখুন আনন্দবাজার ডিজিটালে। কয়েক ঝলকে দেখে নিন, বড় খবরগুলো— খবর আজকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৮ ১৮:৪৩
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সন্ধ্যা সাড়ে সাতটায় ১০ জনপথে বৈঠকে বসছেন সনিয়া গাঁধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী জোট নিয়েই যে কথা হবে, তা সকলেরই জানা। কিন্তু কংগ্রেসের নেতৃত্বে কোনও জোটে সামিল হতে যে মমতা বন্দ্যোপাধ্যায় নারাজ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী আলোচনা হল সনিয়া গাঁধীর, তা নিয়ে আগ্রহ রয়েছে গোটা দেশেরই।

Advertisement

দেশের বাইরে নজর ঘোরালে সবচেয়ে বড় খবর কিম জং উনকে ঘিরে। উত্তর কোরিয়ার শাসক কিম কাকপক্ষীকেও কিছু জানতে না দিয়ে পৌঁছলেন বেজিঙে। চিনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন। পরমাণু নিরস্ত্রীকরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়ে এলেন। চমকে গিয়েছে গোটা বিশ্ব।

ক্রিকেট অস্ট্রেলিয়াও খুব বড় সিদ্ধান্ত নিয়েছে। বল বিকৃতি কাণ্ডে তিন ক্রিকেটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে অজি ক্রিকেট বোর্ড। দিনভর শিরোনামে রয়েছে সে খবর।

Advertisement

শিরোনামে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসিও। আমেরিকার বিমানবন্দরে একেবারে সাধারণ মানুষের মতো তল্লাশির মুখে পড়লেন তিনি। ব্যক্তিগত সফরেই আমেরিকায় গিয়েছিলেন আব্বাসি। কিন্তু তা বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কোট-বেল্ট খুলিয়ে তল্লাশি করা হবে! বড়সড় বিতর্কে তৈরি হয়েছে বিষয়টি নিয়ে।

দিনের সবচেয়ে বড় এই খবরগুলো দেখে নিন কয়েক ঝলকে:

সারা দিনে কোথায় কী কী ঘটল?

• লক্ষ্য ঐক্য, আজ সন্ধ্যায় মুখোমুখি সনিয়া-মমতা

নয়াদিল্লিতে সনিয়া-মমতা বৈঠক। গোটা দেশের রাজনৈতিক শিবিরের নজর সে দিকে। বিজেপি বিরোধী ঐক্যের লক্ষ্যেই মমতা এখন দিল্লি সফরে। কিন্তু কংগ্রেসকে নেতৃত্বে রেখে জোট, নাকি কংগ্রেসকে বাদ দিয়ে, মতানৈক্য এখন তা নিয়েই। সবিস্তার পড়তে ক্লিক করুন।

• পরমাণু নিরস্ত্রীকরণে রাজি, চিনে প্রতিশ্রুতি কিমের

কথায় কথায় তিনি পরমাণু হামলার হুমকি দেন। উত্তর কেরিয়ার শাসক সেই কিম জং উনের গলাতেই কি না এবার উল্টো সুর! গোপনে চিন সফরে গিয়ে তিনি চিনা প্রেসিডেন্ট শি চিনফিং-এর সঙ্গে বৈঠক তো করলেনই, সঙ্গে জানিয়ে দিলেন, পরমাণু নিরস্ত্রীকরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সবিস্তার পড়তে ক্লিক করুন।

• ১২ মাস নির্বাসিত স্মিথ-ওয়ার্নার, দরজা বন্ধ আইপিএলেও

অবশেষে বল বিকৃতি কাণ্ডে অভিযুক্ত তিন ক্রিকেটারকে শাস্তি শোনালো ক্রিকেট অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে বল বিকৃতি করার সময় ধরা পড়েন ক্যামেরন ব্যানক্রফ্ট। সবিস্তার পড়তে ক্লিক করুন।

• পাক প্রধানমন্ত্রীকে কোট-বেল্ট খুলিয়ে তল্লাশি মার্কিন বিমানবন্দরে

নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাধারণ মানুষের মতো তল্লাশি পাক প্রধানমন্ত্রীকে। ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিয়ো। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেও যে ট্রাম্প প্রশাসনের খুব একটা হেলদোল রয়েছে, তা নয়। সবিস্তার পড়তে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন