এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।
কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ পোস্ট ডক্টরাল সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে।
রিজিওন্যাল অ্যানাস্থেশিয়া, বায়োকেমিক্যাল মলিকিউলার জেনেটিক্স, ফেসিয়াল প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকশন সার্জারি-সহ চিকিৎসাবিদ্যার একাধিক বিষয় নিয়ে পড়া যাবে। প্রতিটি বিষয়ে আবেদনের মাপকাঠি আলাদা আলাদা নির্ধারিত করা রয়েছে। তবে, যে বিষয়ে পড়তে আগ্রহী হোন না কেন প্রার্থী, তাঁকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতেই হবে। তা হলেই আবেদন করা যাবে। পোস্ট ডক্টরাল সার্টিফিকেট কোর্সটি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের জন্য। সরকারি প্রতিষ্ঠান থেকে ১২ জন সুযোগ পাবেন এবং বেসরকারি অথবা মুক্ত আসন সংখ্যা রয়েছে ২৫টি।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে এমস কল্যাণীর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ নভেম্বর ২০২৫। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।