Admission 2025

রাজবংশী ভাষার সার্টিফিকেট কোর্স! ভর্তির মেয়াদ বৃদ্ধি করা হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে

সম্প্রতি শুরু হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজবংশী ভাষার সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। এর আগে অক্টোবর মাসেও একবার ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল। সে সময় আবেদনের জন্য একদিনই খোলা হয়েছিল পোর্টাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ২০:৫৬
Share:

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

গত বছরই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজবংশী ভাষার সার্টিফিকেট কোর্সে ভর্তি প্রক্রিয়ায় বদল আনতে হয়েছিল। শুরুতে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল একশো জন সুযোগ পাবেন এই কোর্সটি করার। কিন্তু আবেদন প্রক্রিয়া শুরুর কিছুদিনের মধ্যেই দেখা গিয়েছিল, ভর্তি হতে চেয়ে আবেদন করেছেন মোট আড়াইশো জন। নির্ধারিত আসন সংখ্যার দ্বিগুণেরও বেশি আবেদন জমা পড়ায় নতুন করে বিজ্ঞপ্তি জারি করে ২০টি আসন বৃদ্ধি করা হয়েছিল। এক বছরেই বদলে গেল চিত্রটি।

Advertisement

সম্প্রতি শুরু হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজবংশী ভাষার সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। এর আগে অক্টোবর মাসেও একবার ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল। সে সময় আবেদনের জন্য একদিনই খোলা হয়েছিল পোর্টাল। তারপর ফের বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১৫ নভেম্বর পর্যন্ত ভর্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন সংখ্যা ১০০টি, কোর্সমূল্য ৫ হাজার টাকা। কোর্সের মেয়াদ ছ’মাস। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ যে কোনও পড়ুয়াই ভর্তি হতে পারবেন এই সার্টিফিকেট কোর্সে। অনলাইনে নয়, ক্লাস চলবে অফলাইনে। শনি এবং রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ক্লাস হবে। মেধাতালিকার উপর ভিত্তি করে ভর্তি নেওয়া হবে।

Advertisement

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি থেকে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন আগ্রহীরা। আবেদনমূল্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement