Bankura University Admission 2025

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা-সহ অন্য বিষয়ে পিএইচডির সুযোগ, শুরু আবেদন প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে রসায়নেই রয়েছে সর্বাধিক সংখ্যক আসন, ২৪টি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৮:০৭
Share:

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ের জন্য পিএইচডি-র ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই মর্মে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, ২০২৩-’২৪ শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে আর্টস এবং সায়েন্স ফ্যাকাল্টির একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা। বিষয়গুলি হল— বাংলা, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সাঁওতালি, সংস্কৃত, ভূগোল, সমাজসেবা, আইন, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং উদ্ভিদবিদ্যা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে রসায়নেই রয়েছে সর্বাধিক সংখ্যক আসন, ২৪টি।

বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগেই পিএইচডিতে ভর্তির যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্ধারিত নিয়মাবলি মেনে। এর পর প্রতি বিভাগে সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্যতা যাচাই করা হবে বিশ্ববিদ্যালয় আয়োজিত রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট এবং ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার মাধ্যমে। যাঁরা রেট-এ ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হবেন, তাঁদেরই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে যাঁরা ইউজিসি নেট/ ইউজিসি সিএসআইআর নেট/ গেট/ সিড বা অন্য কোনও জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ফেলোশিপ প্রাপক, তাঁরা সরাসরি ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাঁদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না।

Advertisement

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ৮০০ এবং ১০০০ টাকা। আগামী ২ মে আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement