CU holiday policy

সরকারি ছুটিত‌ও খোলা কলকাতা বিশ্ববিদ্যালয়, এল না পড়ুয়া, ক্লাস হল অনলাইনে

বিশ্বকর্মা পুজোর দিন হলেও কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ভর্তির জন্য বেশ কিছু বিষয়ের কাউন্সেলিং ছিল। সূত্রের খবর, সাড়ে ৪৫০ জন পড়ুয়াকে এই কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল। যার মধ্যে ৩২৪ জন মতো পড়ুয়া এ দিন কাউন্সেলিংয়ে আসেন এবং তাঁরা ভর্তিও হন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৯
Share:

প্রতীকী চিত্র।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে বৃহস্পতিবার ছিল সরকারি ছুটি। বন্ধ ছিল প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সরকারের সঙ্গে টানাপড়েনে খোলা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। খোলা থাকলেও উপস্থিতির হার কম ছিল পড়ুয়াদের। আইটি, এমএসসি বিভাগের ক্লাস হল অনলাইনে। বিশ্ববিদ্যালয় খোলা আছে কি না তা জানা ছিল না বেশ কিছু শিক্ষকদেরও।

Advertisement

বিশ্বকর্মা পুজোর দিন হলেও কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ভর্তির জন্য বেশ কিছু বিষয়ের কাউন্সেলিং ছিল। সূত্রের খবর, প্রায় সাড়ে ৪৫০ জন পড়ুয়াকে এই কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল। যার মধ্যে ৩২৪ জন মতো পড়ুয়া এ দিন কাউন্সেলিং এ আসেন এবং তাঁরা ভর্তিও হন।

সূত্রের খবর, সকালের দিকে বেশ কয়েকটি ক্লাসে পড়ুয়া থাকলেও সান্ধ্যকালীন কমার্স বিভাগের ক্লাসে কোন‌ও পড়ুয়া ছিলেন না।

Advertisement

সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ১৭ সেপ্টেম্বর বুধবার সরকারি ছুটি। অর্থাৎ রাজ্যে স্কুল এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানও সেদিন বন্ধ থাকার কথা। কিন্তু সরকারের এই বিজ্ঞপ্তি অগ্রাহ্য করেই বিশ্বকর্মা পুজোর দিন বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement