CU Admission 2025

আরবি বা ফারসি ভাষায় পিএইচডি করবেন! আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে

বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আরবি বা ফারসি ভাষায় উচ্চশিক্ষার সুযোগ মিলবে রাজ্যে, এমনই জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি জারি করেছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে গবেষণা করতে পারবেন পড়ুয়ারা। এ জন্য তাঁদের অফলাইনে আবেদন করতে হবে।

Advertisement

জানানো হয়েছে, পিএইচডি-র জন্য শূন্য আসন রয়েছে ১৮টি। আরবি ভাষার জন্য ১১টি এবং ফারসি ভাষার জন্য ৭টি আসন শূন্য রয়েছে।

পিএইচডি-তে আবেদনকারীদের আরবি বা ফারসিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। নম্বরের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তরা।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় ৫০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হলেই ইন্টারভিউয়ে যোগ দেওয়া যাবে। তবে লিখিত পরীক্ষা থেকে ছাড় পাবেন নেট/ সেট-এর মতো যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণেরা এবং এমফিল ডিগ্রিধারীরা।

এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন আগ্রহীরা। অনলাইনে আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। আগামী ১৮ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা হবে ৩০ অক্টোবর। পরীক্ষার ফল ঘোষণা করা হবে ৬ নভেম্বর। মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে ২৫ নভেম্বর। নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ২ ডিসেম্বর। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement