CISCE improvement exam 2025

আইসিএসই এবং আইএসসি-তে আরও ভাল ফল করার সুযোগ, জেনে নিন ইমপ্রুভমেন্ট টেস্টের দিনক্ষণ

৩০ এপ্রিল আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ)-এর ফলাফল ঘোষণা করা হয়েছিল। সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা ইমপ্রুভমেন্ট টেস্টে বসতে পারবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১২:০৩
Share:

প্রাপ্ত নম্বর নিয়ে সংশয় থাকলে ইমপ্রুভমেন্ট টেস্ট দেওয়ার সুযোগ দিচ্ছে সিআইএসসিই। প্রতীকী চিত্র।

আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ)-এর প্রাপ্ত নম্বর নিয়ে সংশয় রয়েছে? সে ক্ষেত্রে দ্বিতীয় বার পরীক্ষার মাধ্যমে নম্বর বৃদ্ধির সুযোগ পাওয়া যাবে। কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্‌জ়ামিনেশনস (সিআইএসসিই)-এর তরফে চলতি বছরের ইমপ্রুভমেন্ট টেস্টের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

দশমের পরীক্ষা ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে। দ্বাদশের পরীক্ষা শেষ হবে ১৭ জুলাই। পরীক্ষার্থীরা দু’টি বিষয়ে ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে পারবে। তবে, বোর্ডের তরফে জানানো হয়েছে, ২০২৬ থেকে শিক্ষার্থীরা তিনটি বিষয়ের নম্বর বৃদ্ধির সুযোগ পাবে।

দশমের পরীক্ষার ক্ষেত্রে দু’ঘণ্টা এবং দ্বাদশের পরীক্ষার জন্য তিন ঘণ্টা বরাদ্দ করা হয়েছে। তবে দশমের ইংরেজি বাদে বাংলা, গুজরাতি, হিন্দি, মালয়ালম, নেপালি, পঞ্জাবি-সহ ১২টি ভাষাভিত্তিক বিষয়ের পরীক্ষা তিন ঘণ্টা পর্যন্ত চলবে।

Advertisement

পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নিয়ম:

  • দশম শ্রেণির পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকা প্রয়োজন।
  • পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ১০টা ৪৫ মিনিটে পাবে।
  • সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হবে।
  • দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে বিষয়সূচি অনুযায়ী সকাল ৯টা এবং দুপুর ২টো থেকে পরীক্ষা শুরু হতে চলেছে।
  • সে ক্ষেত্রে পরীক্ষার্থীদের সকাল সাড়ে আটটা এবং বেলা দেড়টা নাগাদ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়া আবশ্যক।
  • প্রশ্নপত্র ৮টা ৪৫ মিনিট এবং ১টা ৪৫ মিনিটে দেওয়া হবে।

জুলাই মাসেই এই পরীক্ষার ফল ঘোষণা করা হবে। ২০২৪-এর এই পরীক্ষার ফল অগস্ট মাসে প্রকাশ করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement