প্রাপ্ত নম্বর নিয়ে সংশয় থাকলে ইমপ্রুভমেন্ট টেস্ট দেওয়ার সুযোগ দিচ্ছে সিআইএসসিই। প্রতীকী চিত্র।
আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ)-এর প্রাপ্ত নম্বর নিয়ে সংশয় রয়েছে? সে ক্ষেত্রে দ্বিতীয় বার পরীক্ষার মাধ্যমে নম্বর বৃদ্ধির সুযোগ পাওয়া যাবে। কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জ়ামিনেশনস (সিআইএসসিই)-এর তরফে চলতি বছরের ইমপ্রুভমেন্ট টেস্টের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
দশমের পরীক্ষা ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে। দ্বাদশের পরীক্ষা শেষ হবে ১৭ জুলাই। পরীক্ষার্থীরা দু’টি বিষয়ে ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে পারবে। তবে, বোর্ডের তরফে জানানো হয়েছে, ২০২৬ থেকে শিক্ষার্থীরা তিনটি বিষয়ের নম্বর বৃদ্ধির সুযোগ পাবে।
দশমের পরীক্ষার ক্ষেত্রে দু’ঘণ্টা এবং দ্বাদশের পরীক্ষার জন্য তিন ঘণ্টা বরাদ্দ করা হয়েছে। তবে দশমের ইংরেজি বাদে বাংলা, গুজরাতি, হিন্দি, মালয়ালম, নেপালি, পঞ্জাবি-সহ ১২টি ভাষাভিত্তিক বিষয়ের পরীক্ষা তিন ঘণ্টা পর্যন্ত চলবে।
পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নিয়ম:
জুলাই মাসেই এই পরীক্ষার ফল ঘোষণা করা হবে। ২০২৪-এর এই পরীক্ষার ফল অগস্ট মাসে প্রকাশ করা হয়েছিল।