আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইলেকট্রিক ভেহিকল নিয়ে গবেষণার কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রীয় মন্ত্রকের অর্থপুষ্ট। এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে ‘ডেভেলপমেন্ট অফ হাই-পাওয়ার গ্রিড ফ্রেন্ডলি কন্ডাক্টিভ অ্যান্ড স্ট্যাটিক অয়্যারলেস চার্জার্স ফর ইলেকট্রিক ভেহিকেলস।’ প্রকল্পের জন্য অর্থ জোগাবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)।
প্রকল্পের কাজে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। শূন্যপদ দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে দু’বছর আট মাস। তবে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি মাসে সর্বোচ্চ ৫৭,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে দু’বছর গবেষণার অভিজ্ঞতাও। বিজ্ঞপ্তিতে এ ছাড়াও উল্লেখ করা হয়েছে যোগ্যতার বাকি মাপকাঠি।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ১০ অক্টোবর আবেদনের শেষ দিন। মহিলারা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। এ বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।