প্রতীকী চিত্র।
কোচবিহার জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ চুক্তিরভিত্তিক। চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।
জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ হবে ল্যাব টেকনিশিয়ান, মেডিক্যাল অফিসার, ডেন্টাল হাইজিনিস্ট, ডেন্টাল টেকনিশিয়ান, এনআরসি অ্যাটেন্ডেন্ট, কাউন্সেলর, সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইসর, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইসর এবং টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর পদে। শূন্যপদের সংখ্যা ১৯।
বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স ৪০ বছর বা ৬৫ বছরের মধ্যে থাকা জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদ অনুযায়ী, নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৫,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা।
ডেন্টাল টেকনিশিয়ান পদে আবেদনকারীদের ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও জরুরি। একই ভাবে অন্য পদের জন্য যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে। তবে প্রতি ক্ষেত্রেই প্রার্থীদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতর এবং রাজ্যের প্রশাসনিক ওয়েবসাইটে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ যথাক্রমে ৫০ এবং ১০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৫ সেপ্টেম্বর। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে প্রার্থীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।