CULET Exeam

অবশেষে জট কাটল আইনে কলেজে প্রবেশিকা পরীক্ষার, অনুমতি দিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া

বার কাউন্সিলের অনুমোদন ছাড়াই চলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৪টি আইন কলেজ। তারমধ্যে চারটি সরকারি ও ১০টি বেসরকারি। ২০১৬ সালের পর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অনুমোদন নছিল না বার কাউন্সিলের। অনুমোদনের জন্য যে ৩৫ লক্ষ টাকা দেওয়ায় কথা, তার এতদিন বকেয়া ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:১৯
Share:

প্রতীকী চিত্র।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজগুলিতে প্রথম বর্ষে ভর্তির জট কাটল। আইন প্রবেশিকা পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা আর রইল না, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমতি পেল কলকাতা বিশ্ববিদ্যালয়।

Advertisement

এই অনুমতির না আসার ফলে হাজার হাজার শিক্ষার্থী যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন প্রবেশিকা পরীক্ষা (CULET) দিতে চেয়েছিলেন, তাঁরা হতাশ হয়ে পড়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলেন, "আমরা শিক্ষার্থীদের নিয়ে সমান ভাবে উদ্বিগ্ন। আইন পাঠক্রমে ভর্তির প্রক্রিয়া শুরু করার জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমতি পাওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি। অবশেষে অনুমতি আসায় আমরা খুশি। দ্রুত আমরা বৈঠক করে ভর্তির প্রক্রিয়ার দিকে যাব।"

বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমতি ছাড়াই প্রায় এক দশক ধরে আইন বিভাগ চলছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বার কাউন্সিলের অনুমোদন ছাড়া চলছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৪টি কলেজ। তার মধ্যে চারটি সরকারি ও ১০টি বেসরকারি। ২০১৬ সালের পর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অনুমোদন ছিল না। অনুমোদনের জন্য দেয় ৩৫ লক্ষ টাকা বকেয়া রেখেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

Advertisement

প্রসঙ্গত, কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি সামনে আসে।তারপরই পদক্ষেপ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‌

বিশ্ববিদ্যালয় এই অসুবিধার জন্য আইন বিভাগের কর্মকর্তাদের‌ই দায়ী করেছে। বিশ্ববিদ্যালয় যখন বিষয়টি জানতে পারে যখন অনেক দেরি হয়ে গেছে। তবে, বিশ্ববিদ্যালয় সমস্যা সমাধানের জন্য একটি কমিটি গঠন করে পদক্ষেপ করে। প্রয়োজনীয় অর্থ অবিলম্বে জমা দেওয়া হয়। তারপরেও বেশ খানিকটা সময় লেগে গেল এই অচল অবস্থা কাটাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement