SSC OMR Sheet

ওএমআর নিয়ে সতর্ক এসএসসি! উত্তর বাদে অন্য মন্তব্য বা ছবি আঁকলে বাতিল হতে পারে পরীক্ষা

ওএমআর শিটে কোনও রকম মন্তব্য, কোন‌ও ছবি বা কোনও চিহ্ন দিলে সেই ওএম‌আর-কে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার ঘরে দায়িত্বে থাকা আধিকারিক ও শিক্ষক -শিক্ষিকাদের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫২
Share:

প্রতীকী চিত্র।

লিখিত পরীক্ষার ওএমআর নিয়ে সতর্ক স্কুল সার্ভিস কমিশন। জেলায় জেলায় পরীক্ষা নিয়ে গাইডলাইন পাঠাল তারা। উত্তর ব্যতীত ওএমআরে অন্য কিছু লিখলে, মন্তব্য করলে বা ছবি আঁকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে বলে জানাল স্কুল সার্ভিস কমিশন।

Advertisement

ওএম‌আর নিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট উত্তর ব্যতীত ওএমআর শিটে কোনও রকম অশ্লীল মন্তব্য, কোন‌ও ছবি বা চিহ্ন দিলে সঙ্গে সঙ্গে সেই ওএম‌আর-কে চিহ্নিত করতে হবে। এই কাজ করতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার ঘরের দায়িত্বে থাকা আধিকারিক ও শিক্ষক - শিক্ষিকাদের। সেই ওএমআর চিহ্নিত করে সেটিকে আলাদা খামে রাখতে হবে। প্রয়োজনে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল পর্যন্ত করতে পারে স্কুল সার্ভিস কমিশন।

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি নবম-দশম ও একাদশ -দ্বাদশের নিয়োগের লিখিত পরীক্ষা নেবে।

Advertisement

নতুন বিধি অনুসারে, মেধাতালিকা (প্যানেল) এবং অপেক্ষমান মেধাতালিকার (ওয়েটিং লিস্ট) মেয়াদ থাকবে প্রথম কাউন্সেলিংয়ের পর থেকে এক বছর পর্যন্ত। তবে রাজ্য সরকারের আগাম অনুমতি নিয়ে সেগুলির মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি করতে পারবে কমিশন।

পরীক্ষাবিধিতে বলা হয়েছে, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর দু’বছর লিখিত পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণ করতে হবে। তার পরে সেগুলি নষ্ট করা যেতে পারে। তবে ওএমআর শিটের স্ক্যান করা কপি প্যানেলের মেয়াদ শেষের পর ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement