প্রতীকী ছবি।
রাজ্য এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায়ই জাতীয় কর্মশালা, আলোচনাসভার আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি, স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্সে ভর্তি হওয়ারও সুযোগ থাকে। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সেমিনার, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।
১। শিক্ষার মেলা—
নিউ ব্যারাকপুরের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের তরফে আয়োজন করা হয়েছে এক বিশেষ মেলার। যেখানে কলেজে যে ২৩টি বিষয় স্নাতক স্তরে পড়ানো হয়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
কোথায় হবে— কলেজ প্রাঙ্গণে।
কবে— ২৮ জানুয়ারি।
কত দিন চলবে— এক দিনের মেলা।
কারা আবেদন করতে পারবেন— একাদশ ও দ্বাদশ স্তরের পড়ুয়ারা।
২। বই ও পাণ্ডুলিপির সংরক্ষণ—
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বৈদিক স্টাডিজ় বিভাগের তরফে কর্মশালার আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের বৈদিক স্টাডিজ় বিভাগে।
কবে— ২৭ ও ৩১ জানুয়ারি।
কত দিন চলবে— দু’দিন ধরে।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া, গবেষক এবং শিক্ষকেরা।
৩। একবিংশ শতাব্দীর ভূগোল: নতুন ধারা ও চ্যালেঞ্জের মোকাবিলা”—
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের তরফে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে।
কবে— ১৯ এবং ২০ ফেব্রুয়ারি।
কত দিন চলবে— দু’দিন ধরে।
কারা আবেদন করতে পারবেন— সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী যে কোনও পড়ুয়া এবং গবেষক।
৪। শ্রমণ পরম্পরায় কর্মবাদ: জাতি গঠনে এর ভূমিকা—
সংশ্লিষ্ট বিষয়ের উপর আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের তরফে।
কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে।
কবে— ২৯ এবং ৩১ জানুয়ারি।
কত দিন চলবে— দু’দিন ধরে।
কারা আবেদন করতে পারবেন— সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী যে কোনও পড়ুয়া এবং গবেষক।
৫। জীববিজ্ঞানের গবেষণা ও উদ্ভাবনের অগ্রগতি—
২৮ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল সায়েন্স ডে’। ওই দিন উপলক্ষে সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে জাতীয় স্তরের সেমিনার আয়োজন করা হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের সভাঘরে।
কবে— ২৭ ও ২৮ ফেব্রুয়ারি।
কত দিন চলবে— দু’দিন ধরে।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
আবেদনের শেষ দিন— ২০ ফেব্রুয়ারি।