যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
গবেষক নিয়োগ করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের চলবে গবেষণার কাজ। এ জন্য দেশ এবং বিদেশের যৌথ উদ্যোগে পরিচালিত একটি সংস্থা অর্থ সাহায্য করবে। ইচ্ছুক পড়ুয়াদের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার কাজ করতে হবে। পড়ুয়াদের থেকে অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘নভেল ইলেক্ট্রোহাইড্রোডায়নামিক মিস্ট ক্যাপচার ইন কনডেন্সিং এনভায়রনমেন্ট ফর ভিওসি অ্যাবেটমেন্ট’ শীর্ষক প্রকল্পের কাজ হবে। এটি ইন্দো-ফ্রেঞ্চ সেন্টার ফর দ্য প্রোমোশন অফ অ্যাডভান্সড রিসার্চ-এর অর্থপুষ্ট।
প্রকল্পের জন্য একজন জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ২০২৭ সালের ৭ মার্চ পর্যন্ত। এর পর প্রকল্পের প্রয়োজন এবং তহবিলের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। তাঁর ফেলোশিপের পরিমাণ হবে মাসে ৩৭,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।
প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হলে প্রকল্পে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। এ ছাড়া, তাঁদের মেকানিক্যাল/ পাওয়ার/ অটোমোবাইল/ এরোস্পেস/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ন্যানোসায়েন্স অ্যান্ড ন্যানোটেকনোলজি-এ ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি, যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।
আগ্রহীরা জীবনপঞ্জি-সহ অন্য নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদনমূল্যের বাবদ জমা দিতে হবে ৫০ টাকা। আগামী ১৫ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।