আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
সড়ক দুর্ঘটনার মতো পরিস্থিতির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কী ভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে গবেষণাধর্মী কাজ হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে। প্রকল্পের জন্য আরও একটি আইআইটি-র সঙ্গে কাজ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সম্প্রতি এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সেই প্রকল্পের জন্যই গবেষক প্রয়োজন। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে আইআইটি ভিলাই ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন। গবেষণা প্রকল্পের নাম— ‘অ্যান এআই এনাবেলড ফ্রেমওয়ার্ক ফর রেসপন্সিবিলিটি অ্যালোকেশন ইন রোড অ্যাক্সিডেন্ট সিনারিয়োজ়’।
প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ একটি। প্রকল্পে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে দু’বছর। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার নিরিখে নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা।
আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৮ বছর। পাশাপাশি, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড/ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন-এ বিটেক-এ ন্যূনতম ৭০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। যোগ্যতার অন্য মানদণ্ডগুলি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৩ অগস্ট আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত ভাবে জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।