কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সে ইন্টিগ্রেটেড স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সে ভর্তির সুযোগ। এ নিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, ২০২৫-’২৭ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। যার জন্য বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
বিশ্ববিদ্যালয়ের তরফে ইন্টিগ্রেটেড বিলিবআইএসসি-এমলিবআইএসসি কোর্স করানো হবে। আয়োজনে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স বিভাগ। সংশ্লিষ্ট কোর্সের মোট আসনের মধ্যে ৬০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজের পড়ুয়াদের জন্য। বাকি ৪০ শতাংশ আসনে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কোর্স ফি ৩,২৭৫ টাকা।
সংশ্লিষ্ট কোর্সে আবেদন জানাতে পারবেন কলকাতা বিশ্ববিদ্যালয় বা রাজ্যের অন্য কোনও বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি স্টাডিজ় বা অন্য বিষয়ে অনার্স নিয়ে স্নাতক উত্তীর্ণরা। যাঁরা স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষ বা সেমেস্টারে পাঠরত, তাঁরাও এই কোর্সে আবেদন করতে পারবেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোর্সে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে তাঁদের স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। অন্য দিকে, বাকি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কোর্সে ভর্তির ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে কলকাতা বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে।
আগ্রহীদের এর জন্য ভর্তির পোর্টাল http://www.caluniv-ucsta.net/-এ গিয়ে আবেদন জানাতে হবে। কলকাতা এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ভিন্ন। যথাক্রমে ২০০ এবং ৪০০ টাকা। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। আগামী ৮ অগস্ট আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।