আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতার একটি বিভাগে গবেষণামূলক কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে গবেষণা প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
আইএসআই কলকাতার ফিজ়িক্স অ্যান্ড অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স ইউনিটে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ফ্লো ক্যারেক্টারিস্টিক্স ইন এ ভেজিটেটেড মিন্ডারিং চ্যানেল: এক্সপেরিমেন্টাল অ্যান্ড মেশিন লার্নিং অ্যাপ্রোচেস’। এর জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট লিঙ্কড টেকনিক্যাল পার্সন (জেআরএফ) পদে। শূন্যপদ একটি। প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’মাস। এর পর তাঁর কাজ এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে পারিশ্রমিক দেওয়া হবে মাসে ৩৫,০০০ টাকা থেকে শুরু করে ৪৪,০০০ টাকা পর্যন্ত।
প্রজেক্ট লিঙ্কড টেকনিক্যাল পার্সন পদে আবেদনকারীদের পদার্থবিদ্যা/ গণিত/ রাশিবিজ্ঞান/ কম্পিউটার সায়েন্স/ জিওলজিতে এমএসসি/ এমই/ এমটেক থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে সিএসআইআর নেট/ ইউজিসি নেট/ গেট-এও। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৮ মে আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ অথবা শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।