JNU Admission 2025

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে চলছে পিএইচডি-র ভর্তি, বৃদ্ধি করা হল আবেদনের সময়সীমা

বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ার শুরু করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৮:০৮
Share:

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

নয়া দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-র সুযোগ। এই মর্মে আগেই প্রকাশিত হয়েছিল বিশদ বিজ্ঞপ্তি। এ বার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র জন্য আবেদন জানানোর সময়সীমা বৃদ্ধি করা হল। এমনটা জানিয়ে পুনর্বার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের তরফে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ার শুরু করা হবে। গবেষণা করা যাবে বায়োটেকনোলজি, কম্পিউটেশনাল অ্যান্ড ইন্টিগ্রেটিভ সায়েন্সেস, কম্পিউটার অ্যান্ড সিস্টেমস সায়েন্সেস, ল অ্যান্ড গভর্নেন্স, লাইফ সায়েন্সেস, মলিকিউলার মেডিসিন, ন্যানোসায়েন্স, ফিজ়িক্যাল সায়েন্সেস-এর মতো নানা বিষয়।

আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁদের ওই বিষয়গুলিতে এমফিল-এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও পিএইচডি-র জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি নেট/ গেট-এর মত যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

Advertisement

সমস্ত কোর্সে পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে।

আগ্রহীদের এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে। আগামী ২৮ জুলাই আবেদনের শেষ দিন। যা আগে ছিল ৭ জুলাই। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement