গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দশম এবং দ্বাদশের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে জানুয়ারি মাসে। পরীক্ষা শেষ হলে ওই একই দিনে পরীক্ষার নম্বর অনলাইনে আপলোড করতে হবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পরীক্ষার আগে সমস্ত স্কুলকে এই নির্দেশ দিয়েছে। এর আগে বোর্ডের তরফে পরীক্ষা আয়োজনের জন্য যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) প্রথমে প্রকাশ করেছিল, তাতে বলা হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ হলে স্কুলগুলিকে নম্বর জমা দিতে হবে। পরীক্ষা ১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে।
বোর্ডের নিয়ম অনুযায়ী, স্কুলগুলিকে একটি নির্দিষ্ট ফরম্যাটে সমস্ত নম্বর লিখে জমা দিতে হবে। তাতে পরীক্ষার্থীদের শ্রেণি, বিষয়ের নাম এবং কোড, থিয়োরি, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট-এ প্রাপ্ত নম্বর, পরীক্ষক ছিলেন কি না, আলাদা করে প্র্যাকটিক্যালের খাতা দেওয়া হয়েছিল কি না এবং থিয়োরির জন্য কোন উত্তরপত্র দেওয়া হয়েছিল— এই সমস্ত তথ্য থাকতে হবে। তথ্য নির্ভুল ভাবে যাতে আপলোড করা হয়, তা ইন্টারনাল এবং এক্সটার্নাল এগ্জ়ামিনার নিশ্চিত করবেন। এ জন্য তাঁদের প্র্যাকটিক্যালের উত্তরপত্রে আলাদা করে সইও করতে হবে। যদি কোনও পরীক্ষার্থী জরুরি কারণে অনুপস্থিত থাকে, তা হলে সে আবার কবে পরীক্ষা দিতে পারবে, তা-ও উল্লেখ করতে হবে ওই তালিকায়।
শীতপ্রধান রাজ্যের স্কুলগুলি ৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার সুযোগ পাচ্ছে। তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। স্কুলগুলি প্রতিটি বিষয়ের জন্য সর্বাধিক ৩০ জন পড়ুয়ার পরীক্ষা এক সঙ্গে নিতে পারবে। তবে, যতক্ষণ না বোর্ড সমস্ত পরীক্ষার জন্য এক্সটারনাল এগ্জ়ামিনারের নামের তালিকা প্রকাশ করছে, ততক্ষণ ওই ব্যাচ তৈরি করতে পারবে না স্কুল। দশমের পরীক্ষায় এক্সটার্নাল এক্জ়ামিনার না থাকলেও দ্বাদশের পরীক্ষায় তাঁদের রাখতে হবে।
একই সঙ্গে লিখিত পরীক্ষা না হওয়া পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর কোনও ভাবেই কোনও পড়ুয়া বা ব্যক্তিকে জানানো যাবে না। এ ছাড়াও বোর্ড জানিয়েছে, পরীক্ষা কেমন ভাবে নেওয়া হচ্ছে, তা দেখার জন্য আলাদা করে অবজার্ভারও নিয়োগ করা হতে পারে। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আলাদা করে উত্তরপত্র দেওয়া হবে। সেই খাতা বোর্ডের স্থানীয় অফিস থেকে সংগ্রহ করে নিতে হবে স্কুলগুলিকে। দশমের ৮৩টি বিষয়ের মধ্যে ৩১টি এবং দ্বাদশের ১২১টি বিষয়ের মধ্যে ৭১টি বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে।