PhD Admission 2025

ন্যানোমেটিরিয়ালস নিয়ে পিএইচডি! কোন বিষয়ে ডিগ্রি থাকলে পাবেন ভর্তি হওয়ার সুযোগ?

সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের তরফে একাধিক বিষয়ে পিএইচডি করার সুযোগ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৮:১৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ন্যানোমেটিরিয়ালস নিয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর), কলকাতা দেবে ওই বিষয়ে পিএইচডি করার সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহীরা সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এডুকেশন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। মোট আসন সংখ্যা ১৪৪।

Advertisement

ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা পিএইচডি করার সুযোগ পাবেন। তাঁদের সিজিপিএ স্কোর ৬ কিংবা তার বেশি থাকা প্রয়োজন। এ ছাড়াও উল্লিখিত শাখার যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন এবং তাঁদের ৭.৫ সিজিপিএ স্কোর রয়েছে, এমন আগ্রহীদেরও ভর্তি নেওয়া হবে।

পড়ুয়াদের মেধা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে। ভর্তি হতে আগ্রহীরা অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। এ জন্য আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

Advertisement

আগ্রহীদের ৪ ডিসেম্বরের মধ্যে আবেদন জানাতে হবে। লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীদের ১৭ ডিসেম্বর এনআইটিটিটিআর কলকাতার সল্টলেক ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement