NSOU Admission 2025

সবাই জানতে পারবেন সাইবার সুরক্ষার খুঁটিনাটি, কোর্স নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের

আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ সমস্ত নথি জমা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২০:২৭
Share:

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

বর্তমান সাইবার দুনিয়ায় মাঝেমধ্যেই চোখে পড়ে সাইবার জালিয়াতির খবর। প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়ছেন বহু মানুষ। তাই সাধারণ মানুষকে সুরক্ষিত করা নিয়েও তৎপরতা বাড়ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে সাইবার সুরক্ষা বিষয়ক কোর্স। রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফেও পড়ানো হবে এই কোর্স। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ভোকেশনাল স্টাডিজ় অধীনস্থ সেন্টার ফর লাইফলং লার্নিং ‘ফান্ডামেন্টালস অফ সাইবার সিকিউরিটি’ শীর্ষক কোর্সটির আয়োজক। এটি একটি ‘ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স’ (মুক)। অর্থাৎ এই কোর্সের ক্লাস হবে অনলাইনে। ক্লাস শুরু হবে ২৭ জুলাই থেকে।

কোর্সটির মাধ্যমে এই বিষয় সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি দৈনন্দিন জীবনে একে কী ভাবে কাজে লাগানো যায়, তা-ও শেখানো হবে। কোর্সটি চলবে সাত সপ্তাহ অর্থাৎ প্রায় দু’মাস ধরে। কোর্স ফি ৫০০ টাকা।

Advertisement

সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী যে কোনও ব্যক্তিই এই কোর্সে ভর্তি হতে পারবেন। অংশগ্রহণকারীদের মূল্যায়নের জন্য আয়োজন করা হবে পরীক্ষার। পরীক্ষার জন্য জমা দিতে হবে ৫০০ টাকা। এর পর কোর্স যথাযথ ভাবে শেষ করলে দেওয়া হবে শংসাপত্রও।

আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ সমস্ত নথি জমা দিতে হবে। আগামী ২১ জুলাই পর্যন্ত জমা নেওয়া হবে আবেদন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement