এনএসওইউ। ছবি: সংগৃহীত।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ে ডিপ্লোমার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ়-র তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
ট্যাক্সেশন এবং ই-ফাইলিং, স্ট্যাটিস্টিকস অ্যান্ড অ্যাপ্লাইড ইকনোমেট্রিক্স, ব্যাঙ্কিং ও ফিন্যান্স, চাইল্ড অ্যাডোলেসেন্ট গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, উইমেনস স্টাডিজ় বিষয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। জুলাই ২০২৫ সেশনের জন্য ভর্তি নেওয়া হচ্ছে। সব ক’টি কোর্সই ছ’মাস মেয়াদের। কোর্স অনুযায়ী তিন, পাঁচ ও সাত হাজার টাকা কোর্স ফি ধার্য করা হয়েছে। শুধুমাত্র স্নাতক হলেই আবেদন করা যাবে। তবে স্নাতক পড়ছেন এমন পড়ুয়ারাও ট্যাক্সেশন এবং ই-ফাইলিং-এর ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
এনএসওইউ-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি দিতে হবে আবেদনমূল্য। ২৭ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে এনএসওইউ-র ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।