Presidency PG Admissions

আর রাজ্য জয়েন্ট বোর্ড নয়! মঙ্গল থেকে স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হল প্রেসিডেন্সিতে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ সেপ্টেম্বর মেধাতালিকা প্রকাশ করা হবে বিকেল ৫টার পর। একই সঙ্গে প্রথম সিলেকশন লিস্ট ও প্রকাশ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ২৩:২২
Share:

—ফাইল চিত্র।

জয়েন্ট বোর্ডের হাত থেকে স্নাতকোত্তরে ভর্তির ক্ষমতা নিজেদের হাতে নিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ২৬ অগস্ট মঙ্গলবার থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করে দিলেন কর্তৃপক্ষ। যা চলবে ৩১ অগস্ট পর্যন্ত।

Advertisement

২০১৫ সাল থেকে প্রেসিডেন্সির স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিয়ে আসছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ১০ বছর বাদে বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া নিজেরাই করতে চলেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন কমিটির বৈঠকে এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার তার বিজ্ঞপ্তি ও প্রকাশ করল বিশ্ববিদ্যালয়।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ সেপ্টেম্বর প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে বিকেল ৫টার পর। একই সঙ্গে প্রথম সিলেকশন লিস্ট ও প্রকাশ করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দেবজ্যোতি কোণার বলেন,‘‘অ্যাডমিশন কমিটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ভর্তির প্রক্রিয়া উচ্চ মাধ্যমিক এবং স্নাতকের নম্বরের ভিত্তিতে ভর্তি করা হবে বলে প্রস্তাব দিয়েছিল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কমিটি ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। সেই মতো বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।’’

এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৪০:৬০ অ্যাকাডেমিক ওয়েটেজ ভিত্তিতে প্যানেল তৈরি করে দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। ১০ সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রস্তাব দেয় অ্যাডমিশন কমিটি।

ইতিমধ্যেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ৯০% আসন স্নাতকোত্তরে ভর্তি হয়ে গেছে। তাঁরা সকলেই বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া। বাকি ১০ শতাংশ যাঁরা অন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সিতে এসে স্নাতকোত্তর করতে চান তাঁদের প্রবেশিকা পরীক্ষা গ্রহণ করত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। স্নাতকোত্তরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৬৫০ মতো।

১ অগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় ৮ অগস্ট থেকে শুরু এই প্রক্রিয়া। স্নাতকোত্তরে ক্লাস শুরু ১ সেপ্টেম্বর থেকে। কিন্তু তারপরেই ওবিসি মামলায় আইনি জটিলতার কারণে সেই প্রক্রিয়া শুরু করতে পারেনি বোর্ড। ছাত্রছাত্রীদের কথা ভেবে এ বার স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া নিজেদের হাতে নিল প্রেসিডেন্সি। ইতিমধ্যেই ঠিক হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতকেরও ভর্তি প্রক্রিয়া পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় নিজে। তবে তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে পুজোর পর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement