প্রতীকী চিত্র।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তরের ভর্তির প্রবেশিকা কুয়েট পিজি-তে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। এ বার পরীক্ষার্থীদের জন্য আবেদনপত্রে ভুল সংশোধনের সময়সীমা বৃদ্ধি করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তরে ভর্তির জন্য আয়োজন করা হয় কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন (কুয়েট পিজি)-র। দেশ জুড়ে জাতীয় স্তরের এই প্রবেশিকা আয়োজন করে এনটিএ। গত বছর ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল পরীক্ষার আবেদন প্রক্রিয়া। শুরুতে এনটিএ-র তরফে ঘোষণা করা হয়েছিল, আবেদনের শেষ দিন ছিল ১৪ জানুয়ারি। পরে আবেদনের মেয়াদ বাড়িয়ে প্রথমে ২০ জানুয়ারি এবং তার পর ২৩ জানুয়ারি করা হয়।
একই ভাবে, আবেদনপত্রে ভুল সংশোধনের সময়সীমা প্রথমে ২৫ জানুয়ারি স্থির করা হয়। পরে তা পরিবর্তন করে ২৮ জানুয়ারি করা হয়। এ বার এনটিএ-র তরফে আরও একবার বিজ্ঞপ্তি জারি করে ৩০ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত আবেদনপত্রে ভুল সংশোধন করা যাবে বলে জানানো হয়েছে।
আবেদনপত্রে পরীক্ষার্থীরা নিজেদের নাম, অভিভাবকের নাম, লিঙ্গ, জাতি বা বিশেষ ভাবে সক্ষম কিনা তা সংশোধন করতে পারবেন। এ জন্য তাঁদের কোনও অর্থ জমা দিতে হবে না। তবে নিজেদের জন্মতারিখ, ফোন নম্বর, ই-মেল আইডি বা রাজ্যের নাম পরিবর্তন করতে পারবেন না।
কী ভাবে সংশোধন করবেন?
১। আগ্রহীদের এ জন্য exams.nta.nic.in/cuet-pg/-এ যেতে হবে।
২। সেখানে ‘কারেকশন উইন্ডো ফর কুয়েট পিজি ২০২৬’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। এর পর নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
৪। লগ ইন করে সমস্ত ভুল সংশোধন করে তা ‘সেভ’ করতে হবে।
৫। এর পর সেই পেজটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখতে হবে পরীক্ষার্থীদের।