ইউজিসি-ডিএই সিএসআর ছবি: সংগৃহীত।
কেন্দ্রের ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) প্রতিষ্ঠিত একটি স্বশাসিত প্রতিষ্ঠান ইউজিসি-ডিএই সিএসআর (কনসর্টিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চ)। সেই প্রতিষ্ঠানের তরফে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ জন্য প্রার্থীদের অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার-২ পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে নিযুক্তকে প্রতিষ্ঠানের ইনদওরে পোস্টিং দেওয়া হবে। এর পর কলকাতা-সহ অন্যত্র স্থানান্তর করা হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের মাসিক বেতন হবে সপ্তম বেতন কমিশনের একাদশ স্কেল অনুযায়ী।
আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। প্রয়োজন পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতাও। লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ট্রেড টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। ছাড় পাবেন বিশেষ ভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীরা।
আবেদনপত্র-সহ অন্যান্য নথি মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও পাঠিয়ে দিতে হবে। আগামী ৩১ জানুয়ারি আবেদনের শেষ দিন।