প্রতীকী চিত্র।
আগামী বছরের জন্য সর্বভারতীয় স্তরের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন-এর দুই পর্বের পরীক্ষার দিনক্ষণ গত মাসেই জানিয়েছিল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। পরের বছর থেকে পরীক্ষার জন্য চালু হতে চলেছে নয়া নিয়ম। এনটিএ-র তরফে প্রকাশিত বুলেটিনে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য প্রতি বছরই জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মতোই পরীক্ষাকেন্দ্রে যে কোনও ইলেকট্রনিক গ্যাজেট, পেনসিল বাক্স, ক্যালকুলেটর ইত্যাদি নিয়ে প্রবেশের ক্ষেত্রে থাকে নিষেধাজ্ঞা। কিন্তু পরের বছর সিবিটি (কম্পিউটার বেসড টেস্ট) মাধ্যমের পরীক্ষায় জেইই মেন-এ অনস্ক্রিন স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। যার মাধ্যমে সহজেই যোগ, বিয়োগ, গুণ, ভাগ, স্কোয়ার ফুট, পার্সেন্টেজ-এর মতো নানা কাজ করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। তবে পরীক্ষাকেন্দ্রে কোনও ভাবেই ‘ফিজ়িক্যাল ক্যালকুলেটর’ নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না তাঁদের। ক্যালকুলেটর-সহ ধরা পড়লে বাতিল হবে তাঁদের পরীক্ষা। এমনটাই জানিয়েছে এনটিএ।
উল্লেখ্য, আগামী বছর প্রথম পর্বের পরীক্ষা হবে ২১ থেকে ৩০ জানুয়ারি। দ্বিতীয় পর্বের পরীক্ষা চলবে ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত। তবে গত মাসের শেষে পরীক্ষার দিনক্ষণ ঘোষণার সময় এনটিএ জানিয়েছিল দ্বিতীয় পর্বের পরীক্ষার আয়োজন করা হবে ১ থেকে ১০ এপ্রিলের মধ্যে। সেই দিনক্ষণেও কিছুটা বদল আনা হয়েছে নয়া বিজ্ঞপ্তিতে।
পরীক্ষার প্রথম পর্বের জন্য জেইই মেন-এর ওয়েবসাইট jeemain.nta.nic.in -এ শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত।
পরীক্ষায় বিই এবং বিটেক-এর পরীক্ষা নেওয়া হবে সিবিটি বা কম্পিউটারের মাধ্যমে। কিন্তু বিআর্ক পরীক্ষার দ্বিতীয়পত্রের ক্ষেত্রে অঙ্কনধর্মী প্রশ্ন থাকায় উত্তর দিতে হবে ‘পেন অ্যান্ড পেপার’ বা খাতায় কলমে।
বিই এবং বিটেক-এ ভর্তির জন্য নেওয়া হবে প্রথমপত্রের পরীক্ষা। দ্বিতীয়পত্রের (এ এবং বি) পরীক্ষা নেওয়া হবে যাঁরা বিআর্ক এবং বিপ্ল্যান-এর কোর্সে ভর্তি হতে চান, তাঁদের জন্য। দু’ক্ষেত্রেই পরীক্ষার জন্য বরাদ্দ সময় তিন ঘণ্টা। পরীক্ষায় থাকবে নেগেটিভ মার্কিংও।