জিকেসিআইইটি। ছবি: সংগৃহীত।
মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)-এ শিক্ষক এবং প্রশিক্ষক নিয়োগ করা হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে পড়াতে হবে শিক্ষকদের। ইতিমধ্যেই এ জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সিনিয়র ট্রেনার (প্রশিক্ষক) পদে। শূন্যপদ আটটি। নিযুক্তদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিভাগে পড়াতে হবে।
এন্ট্রি পে বাবদ প্রতি মাসে প্রফেসরদের ১,৪৪,২০০ টাকা, অ্যাসোসিয়েট প্রফেসরদের ১,৩১,৪০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের ৫৭,০০০ টাকা এবং সিনিয়র ট্রেনারদের ৫৭,৭০০ টাকা দেওয়া হবে।
প্রতিটি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার আলাদা মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জানা যাবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং ঠিকানাতে পাঠাতে হবে। আগামী ৩০ নভেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।