প্রতীকী চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
জেলার তরফে নিয়োগ হবে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, পেডিয়াট্রিশিয়ান, অপথ্যালমোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং যোগ প্রশিক্ষক পদে। মোট শূন্যপদ ২৮টি।
পদের ভিত্তিতে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বা ৬৭ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদ অনুযায়ী, নিযুক্তদের দৈনিক বা মাসিক ভিত্তিতে পারিশ্রমিক দেওয়া হবে। তা দৈনিক ৩০০০ টাকা থেকে শুরু করে মাসে সর্বাধিক ৬০,০০০ টাকা হতে পারে।
বিভিন্ন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার মাপকাঠি আলাদা হবে। মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের আগামী ৭ নভেম্বর বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ শুরু সকাল ১১টা থেকে। এ বিষয়ে বাকি তথ্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট থেকে জানা যাবে।