হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
হায়দরবাবাদ বিশ্ববিদ্যালয়ের তরফে শুরু হল পিএইচডি-র ভর্তি প্রক্রিয়া। আগামী বছরের জানুয়ারি সেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা হল বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে কলা, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে। এ জন্য পড়ুয়ারা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় থেকে গণিত, ফলিত গণিত, কম্পিউটার সায়েন্স, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্থ ওশান অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক সায়েন্স, রসায়ন, বায়োকেমিস্ট্রি, প্ল্যান্ট সায়েন্সেস, মাইক্রোবায়োলজি, অ্যানিমাল বায়োলজি, বায়োটেকনোলজি, সিস্টেমস অ্যান্ড কম্পিউটার বায়োলজি, উর্দু, সংস্কৃত স্টাডিজ়, কগনিটিভ সায়েন্স এবং মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি-র সুযোগ রয়েছে। মোট শূন্য আসনের সংখ্যা ১১৭।
প্রতি বিভাগে পিএইচডি-তে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠিগুলি ভিন্ন, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।
আগামী ১৪ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর বিষয়ের উপর ভিত্তি করে ইউজিসি নেট/ সিএসআইআর ইউজিসি নেট-এর নম্বর বা বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকার মাধ্যমে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে।