প্রতীকী চিত্র।
দেশের বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে নিযুক্ত হতে চাইলে পাশ করতেই হবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)। তা ছাড়া, এই পরীক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ানো এবং গবেষণার জন্য যোগ্যতা নির্ণায়ক হিসাবে বিবেচিত। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ- ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সংক্ষেপে সিএসআইআর ইউজিসি নেট বলা হয়ে থাকে। এই পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ২৬, ২৭ এবং ২৮ জুলাই পরীক্ষা নেওয়া হবে।
২৩ জুন পর্যন্ত অনলাইন মারফত আবেদনপত্র গ্রহণ করা হবে। ফি জমা দেওয়া শেষ দিন ২৪ জুন। আবেদনপত্রের ত্রুটি সংশোধনের জন্য ২৫ জুন থেকে ২৬ জুন পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে। ফি হিসাবে ১,১৫০ টাকা ধার্য করা হয়েছে। উল্লেখ্য, প্রতি বছরই এনটিএ দু’বার করে এই পরীক্ষার আয়োজন করে থাকে।
কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে ১৮০ মিনিট অর্থাৎ তিন ঘন্টার মধ্যে পরীক্ষা সম্পূর্ণ হবে। পরীক্ষার্থীরা ইংরেজি এবং হিন্দি ভাষায় পরীক্ষা দিতে পারবেন। কেমিক্যাল সায়েন্সেস, আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওশান অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস, লাইফ সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস এবং ফিজ়িক্যাল সায়েন্সেস বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।
এই পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। একই সঙ্গে তাঁরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি করারও সুযোগ পাবেন। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিশদ জানতে জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট-এর ওয়েবসাইটে (csirnet.nta.ac.in) নজর রাখতে পারেন।