CUET UG 2026

স্নাতকে ভর্তির প্রবেশিকা কুয়েট মে মাসে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করল এনটিএ

চলতি বছর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৪৮টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও ১৩৭টি রাজ্য সরকারি, বেসরকারি, ডিম্‌ড বিশ্ববিদ্যালয় বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকে ভর্তির সুযোগ মিলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৮:০৮
Share:

প্রতীকী চিত্র।

চলতি বছরে দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েশন (সিইউইটি ইউজি) বা কুয়েট ইউজি-র আবেদন প্রক্রিয়া শুরু করা হল। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ। একই সঙ্গে পরীক্ষার ধরন, পাঠ্যক্রম-সহ ইনফরমেশন ব্রোশিয়োর-ও প্রকাশ করা হয়েছে।

Advertisement

আগামী ১১ থেকে ৩১ মে দেশ জুড়ে কুয়েট ইউজি-র আয়োজন করা হবে। চলতি বছরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৪৮টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও ১৩৭টি রাজ্য সরকারি, বেসরকারি, ডিমড বিশ্ববিদ্যালয় বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকে ভর্তির সুযোগ মিলবে।

পরীক্ষার জন্য কী ভাবে নাম নথিভুক্ত করবেন?

Advertisement

১। পরীক্ষার্থীদের https://cuet.nta.nic.in/-এ যেতে হবে।

২। সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

৩। এর পর নিজেদের স্বাক্ষর এবং ছবি ওয়েবসাইটে আপলোড করতে হবে। জমা দিতে আবেদনমূল্য বাবাদ নির্ধারিত অর্থও।

৪। শেষে আবেদনপত্র জমা দিয়ে তার প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

পড়ুয়ারা কোন শ্রেণিভুক্ত, কতগুলি বিষয়ের পরীক্ষা দিচ্ছেন অথবা কোন সেন্টার থেকে পরীক্ষা দিচ্ছেন, তার ভিত্তিতে আবেদনমূল্যের পরিমাণ হবে ৩৫০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৪,৫০০ টাকা। আগামী ৩১ জানুয়ারি আবেদনের শেষ দিন।আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করা হবে ২ থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে।

চলতি বছরে পরীক্ষা হবে কম্পিউটার নির্ভর বা সিবিটি মাধ্যমে। পরীক্ষার্থীরা ১৩টি ভাষায় পরীক্ষা দিতে পারবেন। মোট ৩৭টি বিষয়ের উপর কুয়েট ইউজি নেওয়া হবে। পরীক্ষার্থীরা সর্বাধিক পাঁচটি বিষয়ের পরীক্ষা দিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement