রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কাজের সুযোগ। এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে যোগ দিতে পারবেন বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠরত পড়ুয়ারা। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘কোহোমোলজি অফ নন অ্যাসোসিয়েটিভ গ্রিন ফাংচারস অ্যান্ড রিলেটেড স্ট্রাকচারস’। এটি কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর অর্থপুষ্ট।
প্রকল্পের কাজে স্টুডেন্ট ইন্টার্ন পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’মাস। ফেলোশিপ মিলবে মাসে ৫,০০০ টাকা।
গবেষণার কাজে ইচ্ছুক প্রার্থীদের গণিতে স্নাতকোত্তর স্তরে প্রথম শ্রেণি থাকা জরুরি। যাঁদের বীজগণিতে আগ্রহ বেশি, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৯ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।